করোনা লড়াইয়ে কমল হাসানের নয়া উদ্যোগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: –  করোনা লড়াইয়ে চেন্নাইবাসীকে সাহায্য করার জন্য নতুন উদ্যোগ নিলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। তার এই উদ্যোগের নাম হলো ‘নামে থিরভু’ । বিশ্ব পরিবেশ দিবসে সূচনা করলেন তার এই নতুন প্রয়াসের। এই উদ্যোগের ফলে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য আগ্রহী স্বেচ্ছাসেবকরা এক ছত্রছায়ায় আসবে।

করোনা সংক্রান্ত যে কোনওরকম সাহায্যের জন্য ফোন করা যাবে 63-69-81-11-11 এই হেল্প ডেস্ক নাম্বারে। যে ফোন করবে তার কাছে জানতে চাওয়া হবে যে ওই ব্যক্তি স্বেচ্ছেসেবক হিসেবে কাজ করতে ইচ্ছুক নাকি সাহায্যপ্রাথী। তবে এই উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে সামিল হতে গেলে চেন্নাইয়ের বাসিন্দা হওয়া বাঞ্ছনীয়। এই স্বেচ্ছাসেবকদের কাজ হবে মাস্ক ও স্যানিটাইজার সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করা, স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটানো ইত্যাদি।

কমল হাসান তার এই উদ্যোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ,বর্তমান পরিস্থিতিতে রাজনীতি না করে সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো উচিত , আক্রান্ত মানুষদের সেবা করা উচিত। তবে তামিলনাড়ু সরকারের কাজের সমালোচনাও শোনা যায় তার গলায়। পার্শ্ববর্তী রাজ্যগুলি করোনা মোকাবিলায় হস্তক্ষেপ করার পরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে বলে তার ধারণা। তবে একে অপরকে দোষারোপ করে সময় নষ্ট না করে সবকিছুর ঊর্ধ্বে উঠে করোনার বিরুদ্ধে লড়াই করার আহ্ববান জানিয়েছেন তিনি।

এর আগে তিনি তার বাসভবনকে অস্থায়ী হাসপাতালে পরিণত করার প্রস্তাব দিয়েছিলেন তামিলনাড়ু সরকারকে। এক টুইট বার্তায় তার এই ইচ্ছার কথা জানিয়েছিলেন  মাক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতা তথা দক্ষিণী এই সুপারস্টার তবে তার এই প্রস্তাবে রাজি হয়নি তামিলনাড়ু সরকার। গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতেই ইন্ডিয়ান ২ ছবির সেট দুর্ঘটনায় নিহত তিন জনের পরিবারকে অর্থ সাহায্য করেছেন মাক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতা কমল হাসান। তিনিও এই বিগ বাজেট ছবিতে অভিনয় করছিলেন। যে দুর্ঘটনার জেরে কমল হাসানকে গোয়েন্দাদের জেরার মুখেও পড়তে হয়েছিল।  

Highlights

১. করোনা লড়াইয়ে নতুন উদ্যোগ নিলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান

২. রাজনৈতিক লড়াইয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষকে সাহায্য করার আর্জি জানালেন।

# Covid-19 | # Corona | # Kamal Hasan | # Tamilnadu

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন