কৃষি বিলের বিরোধিতায় সরব এই অভিনেতা

By Bangla News Dunia Desk Biswajit

Published on:

Bangla News Dunia, সারদা দে :- কৃষি বিলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিনেতা সোনু সুদ। উত্তর ভারতে কৃষকদের ক্রমবর্ধমান ক্ষোভ, প্রতিবাদ ইত্যাদি নিয়ে টুইট করেছেন এই অভিনেতা।  টুইটে ‘কিষান মেরে ভগবান’ বলেও উল্লেখ করেছেন। দিল্লি হরিয়ানায় কৃষকদের  ক্ষোভ প্রকাশের ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই বিষয়ে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন পরিযায়ী শ্রমিকদের মসিহা বলে পরিচিত এই অভিনেতা।

 

farmer

 

উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে কেন্দ্র তিনটি কৃষি আইন প্রণয়ন করেছে। কেন্দ্রীয় সরকারের এই আইন অনুযায়ী কৃষক নিজেদের জমিতে চাষ করা ফসল দেশের যে কোনো প্রান্তের বাজারে সরাসরি বিক্রি করতে পারবেন। চক্রান্ত করে  মিনিমাম সাপোর্ট প্রাইস পরিবর্তন করার জন্য সরকারের  এই পদক্ষেপ  বলে কৃষকদের ধারণা।  আইন পাশ হওয়ার পর থেকে পাঞ্জাব হরিয়ানা প্রভৃতি জায়গার কৃষকরা আন্দোলন শুরু করেছেন।

আরো পড়ুন  :- টাক মাথায় শহরে এলেন জুনিয়র বচ্চন

এমনকি বিক্ষুব্ধ কৃষকরা দিল্লী চাল অভিযানে সামিল হলে পুলিশ তাদের  বাধা দেয়।  জলকামান ,কাঁদানে গ্যাস ব্যবহার করতে দেখা যায় পুলিশকে। কৃষকদের এই আন্দোলনে দিল্লী মেট্রো  পরিষেবা ব্যাহত হয়েছে। হরিয়ানাতেও পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমন উত্তপ্ত পরিবেশে সোনুর  এইরকমের টুইট নিঃসন্দেহে কৃষকদের মনে আরো আশা জাগাবে।

lady comfy

লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সোনু। অনেক পরিযায়ী শ্রমিক তার তৎপরতায় ঘরে ফিরতে পেরেছিলো ।  অনেক কৃষককে ব্যক্তিগতভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। এই ঘটনার পর থেকে শ্রমিকদের কাছে তিনি গরিবদের মসিহা হয়ে উঠেছিলেন। এই সময়েও তিনি কৃষকদের পাশে দাঁড়াবেন বলে আশা করা হচ্ছে।

Highlights

১. কৃষকদের আন্দোলনের স্বপক্ষে টুইট করলেন অভিনেতা সোনু সুদ। 

২. কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব,হরিয়ানার কৃষকরা বিদ্রোহে সামিল হয়েছে। 

৩. লকডাউনের সময় কৃষক এবং পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা। 

#sonu sood | #farmer law | #centra govt| #punjab | #hariyana

Bangla News Dunia Desk Biswajit

মন্তব্য করুন