Bangla News Dunia, সমরেশ দাস :- এবারে আস্তে আস্তে কাজে ফিরতে চলেছে বলিউড ও টলিউড পারা । এমনকি ওয়েব সিরিজ পর্যন্ত্য শুরু হতে চলেছে । কিন্তু এতে রয়েছে প্রচুর বাঁধা । প্রচুর নিয়ম বেঁধে দিয়েছেন সরকার ।
রবিবার উদ্ধব ঠাকরে সরকার শ্যুটিং সংক্রান্ত বিধির ১৬ পাতার নির্দেশিকা জারি করা হয়েছে । সিনেমা, সিরিয়াল, টেলি সিরিজ, ওয়েব সিরিজ সব ধরনের শ্যুটিংয়ের ক্ষেত্রেই মানতে হবে প্রচুর বিধিনিষেধ ৷
নিয়ম ভঙ্গ হলেই তৎক্ষণাৎ শ্যুটিং বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ নির্দেশিকা অনুযায়ী,
১) মূল চরিত্র ছাড়া সর্বোচ্চ ৩৩ শতাংশ অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করতে হবে ৷ থাকতে পারবেন না ৩৫ জনের বেশি শিল্পী ৷
২) অন্তঃসত্ত্বা মহিলাদের কোনওভাবেই শ্যুটিং ইউনিটে রাখা যাবে না ৷ কারোর স্ত্রীও যদি প্রেগনেন্ট হন তাহলে তাকেও শ্যুটিং ইউনিটে রাখা যাবে না ৷
৬০-৬৫ বছরের বেশি বয়সী কোনও শিল্পী বা টেকনিশিয়ানও সেটে এসে শ্যুটিং বা কাজ করতে পারবেন না ৷
৩) নন-ফিকশন অর্থাৎ রিয়্যালিটি শোয়ের সেটে কোনও দর্শক থাকতে পারবে না ৷
৪) শিল্পী ও কলাকুশলীদের ৬ ফুট দূরত্ব মেনে চলার সঙ্গে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক-গ্লভস ৷
৫) চার দেওয়াল দিয়ে ঘেরা জায়গাতেই করা যাবে শ্যুটিং ৷
৬) সেটের মধ্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে চিকিৎসক ও নার্সের ব্যবস্থাও রাখতে হবে ৷
৭) শ্যুটিং সেট এবং শ্যুটিংয়ের সরঞ্জাম নিয়ম মেনে স্যানিটিজ করতে হবে ৷
৮) করোনা আবহে কোনও অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করা যাবে না ৷ শিল্পীদের মধ্যে কোনও চুম্বন দৃশ্য রাখা যাবে না ৷
সেটে শ্যুটিংয়ের বাইরেও কোনও আলিঙ্গন বা হ্যান্ডশক করা যাবে না ৷
৯) কোনও মারপিটের দৃশ্য, বাজারের দৃশ্য শ্যুট করা যাবে না ৷
১০) কাস্টিংয়ের মতো যেসব কাজ অনলাইনে করা সম্ভব তা অনলাইনে করতে হবে ৷
১১) মেকআপ কিট থেকে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য একজনের ব্যবহার করা কিট অন্য অভিনেতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ৷
বহর দেখে কিভাবে হবে শ্যুটিং সেই নিয়ে প্রোডিউসার-ডিরেক্টর থেকে টেকনিশিয়ান-শিল্পীদের কপালে ভাঁজ ৷
Highlights
- এবারে আস্তে আস্তে কাজে ফিরতে চলেছে বলিউড ও টলিউড পারা
- এমনকি ওয়েব সিরিজ পর্যন্ত্য শুরু হতে চলেছে
- কিন্তু এতে রয়েছে প্রচুর বাঁধা । প্রচুর নিয়ম বেঁধে দিয়েছেন সরকার ।
#New Rule #Shooting #Bollywood