ট্রোলের মুখে পড়লেন এই কমেডিয়ান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সারদা দে :- মাদক সংক্রান্ত ব্যাপারে ট্রোলের মুখে পড়লেন বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা। আর এক কমেডিয়ান ভারতী সিংয়ের মতো তাকেও না মাদক রাখার অপরাধে জেলে না যেতে হয়। টুইটারে এইভাবেই এক নেটিজেনদের বিদ্রুপের শিকার হন এই অভিনেতা।

প্রসঙ্গত উল্লেখ্য যে মাদক কাণ্ডে কিছুদিন আগে কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) । মাদক থাকার সন্দেহে কিছুদিন আগে হর্ষ-ভারতীর আন্ধেরির আবাসনে  তল্লাশি চালিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।  সেখান থেকে প্রায় ৮৬ কেজি গাঁজা উদ্ধার হওয়ার পরে তাদের পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এনসিবি সূত্রে খবর তারা দুজনেই এই ঘটনা স্বীকার করে নিয়েছেন। দেড় দিন পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।

আরো পড়ুন :- সপরিবারে আইসোলেশনে গেলেন সালমান

dipika

সুশান্ত সিং রাজপুত মামলায় বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে জেরা করেছিল নারকোটিকস কন্ট্রোল। এদের মধ্যে দীপিকা পাডুকোন ,সারা আলী খান,শ্রদ্ধা কাপুরের নাম উল্লেখযোগ্য। এমনকি অভিনেতা অর্জুন রামপালকেও মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছিল নারকোটিকস ব্যুরো।  এই বিষয়ে আরো অভিনেতা অভিনেত্রীকে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

lady comfy

কপিল শর্মার শোতে ভারতী সিংকে বহুবার দেখা গিয়েছিলো। এইরকম বিদ্রূপজনক টুইটে অবশ্য মেজাজ হারিয়ে জনৈক নেটিজেনের সাথে খারাপ ব্যবহার করেছেন কপিল। ভক্তদের সাথে টুইটারে কথা বলার সময় আচমকাই এইরকম কটাক্ষ করেন ওই নেটিজেন। উত্তেজিত কপিল এর পরে টুইটে ওই জনৈক ব্যক্তিকে  তার শরীর নিয়ে ট্রোল করেন। পরে অবশ্য তিনি সেই পোস্টটি মুছে দিয়েছিলেন। আর কোন কোন সেলিব্রিটির  এই মাদক কাণ্ডে নাম সামনে আসে এটাই দেখার।

আরো পড়ুন :- প্রয়াত হলেন ফুটবলের রাজপুত্র

Highlights

১. মাদক নিয়ে ট্রোলের মুখে পড়লেন কপিল শর্মা 

২. সম্প্রতি কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন। 

#narcotics control burue | #bharti singh | #kapil sharma

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন