Bangla News Dunia, সারদা দে :- বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সবার প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়। অসাধারণ অভিনয় দক্ষতা বরবাবই তাকে অন্য এক স্থান করে দিয়েছে সবার মনে। খ্যাতির মোহ তার কোনো দিনই ছিল না। শুধুমাত্র ভালো চরিত্রে অভিনয় করে যেতে চেয়েছিলেন। তাই অসুস্থ হওয়ার আগে পর্যন্তও সমান দক্ষতায় অভিনয় চালিয়ে গেছিলেন তিনি।
ফেলুদা চরিত্রটি আপামর বাঙালিকে এক অন্যরকম নস্টালজিয়ায় আচ্ছন্ন করে রেখেছিলো। সত্যজিৎ রায়ের পরিচালনায় এই চরিত্রটি সবার কাছে এক আইকনে পরিণত হয়েছিল। যখনই যে চরিত্রে অভিনয় করেছেন সবার কাছে এক আলাদা জায়গা করে নিয়েছিলেন। অপুর চরিত্র কিংবা হীরক রাজার দেশে মাস্টারের চরিত্র , সিনেমাপ্রেমী বাঙালি কোনোদিন ভুলতে পারবেনা বাংলা সিনেমায় তার অবদানের কথা।
অভিনেতার পাশাপাশি তিনি কবিও ছিলেন। তার কণ্ঠে আবৃত্তি কবিতাপ্রেমীদের কাছে এক দুর্লভ পাওনা ছিল। পাশাপাশি ছিলেন ক্রান্তদর্শীও । বাঙালির রাজনীতির পটপরিবর্তনের সময় তার কলম বারংবার গর্জে উঠেছিল। মিছিল,সমাবেশে তার উপস্থিতি ছিল উজ্জ্বল। এমনকি ইন্ডাস্ট্রির দুঃসময়ে পাশেও থেকেছেন।
কঠোর বাস্তবাদী এই ব্যক্তিত্ব এক সময় জাতীয় পুরস্কার নিতে অস্বীকার করেছিলেন। এর পেছনে লবিবাজি কাজ করে বলে তিনি এই পুরস্কার নিতে অস্বীকার করেছিলেন। বাঙালির কাছে মহানায়ক হিসেবে উত্তম কুমারের জায়গায় হয়তো কেউ কোনোদিন নিতে পারবে না কিন্তু উত্তমকুমার গ্ল্যামারের পাশাপাশি নিজের জন্য সবার মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন বরাবরই।
আরো পড়ুন :- আপনার রান্নাঘর স্বাস্থ্যকর রাখুন ! মেনে চলুন কিছু টিপস
উত্তমকুমারের অভিনয়ের পাশাপাশি কখনো ম্লান দেখায়নি তাকে।সমান দাপটে অভিনয় করে গেছিলেন। মহানায়ক উত্তমকুমারের প্রয়ানের পরে আজও বাঙালি যেমন তাকে সম্মান এবং ভালোবাসার সাথে মনে করে , ফেলুদাকেও আজীবন বাঙালি একইভাবে নিজেদের মনে সসম্মানে রেখে দেবে।
বর্তমান বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এই বর্ণময় ব্যাক্তিত্বর বায়োপিক তৈরী করেছেন। অনেকবার আপত্তি সত্ত্বেও নিজের বায়োপিকে অভিনয় করেছিলেন সৌমিত্র। কিন্তু নিজের বায়োপিক নিজে দেখে যাওয়ার সুযোগ পেলেন না। থিয়েটারের রঙ্গমঞ্চে বহুবার নিজের অভিনয়প্রতিভা দশর্কদের মুগ্ধ করেছে। কিন্তু জীবনের রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে ক্লান্ত এই অভিনেতা অবশেষে দর্শক এবং অগুনিত ভক্তদের কাছ থেকে চিরবিদায় জানালেন।
Highlights
১. বাংলা সিনেমার এক বর্ণময় ব্যক্তিত্ব ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
২. নিজের বায়োপিকে অভিনয়ও করেছিলেন ,কিন্তু দেখে যেতে পারলেন না।
#bengali cinema | #soumitro chatterjee