Bangla News Dunia, শারদীয়া রায় :- করোনভাইরাসের কারণে চলচ্চিত্র, নাটক এবং সিরিয়াল সহ সব ধরণের শুটিং বন্ধ হয়ে ছিল । এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলচ্চিত্র ও সিরিয়ালের পোস্ট প্রডাকশন শুরু করার অনুমতি দিয়েছে। জানা গেছে যে একটি নির্দেশনায় রাজ্য সরকার যে সব অঞ্চলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে সে সব অঞ্চলের বাইরে ছায়াছবি ও টিভি পোস্ট-প্রযোজনার কাজকে শুরু করার অনুমতি দিয়েছে। সরকারী নির্দেশিকা অনুসারে, তারা এবার ফিল্ম এবং সিরিয়ালের শব্দ মিশ্রণ, ডাবিং ও সম্পাদনা করতে সক্ষম হবে।
আরো পড়ুন :- আমাজন প্রাইমে মুক্তি পাবে গুলাবো সীতাবো
পূর্ব ভারতের সিনেমা টেকনিশিয়ানস ও ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন যে তারা পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন।এই বিষয়ে মঙ্গলবার মুখ্য সচিব তাকে চিঠিও পাঠিয়েছেন। এই চিঠিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিয়ম অনুসরণ করে, মাস্ক ব্যবহার করে কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তার সাথে তিনি এও জানান যে পোস্ট-প্রডাকশন শুরু হলেও শুটিংয়ের জন্য এখনই কোনও অনুমতি দেওয়া হয়নি। দেশের পরিস্থিতি ভালো হলে শুরু হবে শুটিং।
আরো পড়ুন :- আর্থিক সংকটে ফ্রি চ্যানেলই এখন বিনোদনের একমাত্র ভরসা
উল্লেখ্য যে প্রথম পর্যায়ের লক ডাউনের সময় থেকেই টালিগঞ্জর শুটিং পাড়ায় সমস্ত শুটিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার । কিন্তু এর মধ্যেও কর্মহীন কলাকুশলীদের অর্থসাহায্য করতে পরিচালক অরিন্দম গাঙ্গুলির পরিচালনায় একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি ইউটুবে কিছুদিন আগে মুক্তি পেয়েছিলো । এতে বাংলা ছবির প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন। মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যে সেটি দর্শকদের প্রশংসা পায়। এই ছবি থেকে যে পরিমান অর্থ আয় হয়েছিল তা টেকনিশিয়ানদের জন্য তৈরী ফান্ডে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Highlights
- রাজ্য সরকার অনুমতি দিলো পোস্ট প্রোডাকশনের।
- তবে এখনই চালু হচ্ছে না শুটিং।
- করোনা মুক্ত এলাকায় একমাত্র কাজ শুরু করার অনুমতি মিলেছে