Bangla News Dunia, জয় রায় :- পথ দুর্ঘটনায় আহত হলেন বিনোদন জগতের পরিচিত মুখ স্বপ্না চৌধরি। বৃহস্পতিবার রাতে কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখোমুখি হন স্বপ্না। জানা গিয়েছে, সাদা রঙের এমইউভি গাড়ি করে ফেরার পথে আচমকাই গুরুগ্রামের হিরো হন্ডা চকের কাছে অন্য একটি গাড়ি এসে তাঁদের ধাক্কা মারে। সেই গাড়ির চালক পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় স্বপ্নার আঘাত খুব বেশি না হলেও গাড়িটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির পিছনের অংশ এবং নম্বর প্লেট ভেঙে গিয়েছে পুরোপুরি। যদিও শুক্রবার রাত পর্যন্ত পুলিশে কোনওরকম অভিযোগ জানাননি স্বপ্না। বাদশাহপুর থানার ইনস্পেক্টর মুকেশ সংবাদমাধ্যমকে বলেন, “এখনও পর্যন্ত আমরা কোনও অভিযোগ পাইনি। যদি অভিযোগ নথিভুক্ত হয়, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
বেশ অনেক বছর ধরেই হরিয়ানা সিনেমা জগতে দাপটের সঙ্গে গান-অভিনয় করছেন স্বপ্না। ‘তেরি আখিয়া কি এ কাজল’ গানের মধ্য দিয়েই ক্রমশ পরিচিত বাড়তে থাকে তাঁর। বিগবসেও অংশগ্রহণ করেছিলেন তিনি। হিনা খানের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব একসময় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।