Bangla News Dunia, শারদীয়া রায় :- বিশ্বসেরা সিনেমাগুলি এখন বিনামূল্যে দেখানো হবে ইউটিউবে। ১০ দিন বিনামূল্যে বিশ্বের সেরা ছবিগুলো দেখাবে গুগলের এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এই কারণে এবার একজোট হয়েছে বিখ্যাত কিছু ফিল্ম ফেস্টিভ্যাল। যারা বিশ্বের কিছু নতুন ছবি এবং ক্ল্যাসিক ছবিকে এই ফেস্টিভ্যালে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে । ট্রাইবেকা এন্টারপ্রাইজ এবং ইউটিউব যৌথভাবে ‘উই আর ওয়ান : আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর ঘোষণা করেছে। ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে এই অনলাইন চলচ্চিত্র উৎসব।
আরো পড়ুন :- মুক্তি পেলো হলিউড ছবি এক্সট্রাকশন
এই ১০ দিন ব্যাপী অনলাইনে চলা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে রয়েছে ‘বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল, ‘টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রভৃতি। আয়োজকরা জানিয়েছেন যে বিজ্ঞাপন মুক্ত এই প্রোগ্রামিংয়ে মধ্যে চলচ্চিত্র ,শর্ট ফ্লিম ,ডকুমেন্টারি প্রভৃতি সব ধরণের ছবি দেখানো হবে।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এক টুইটবার্তায় লিখেছেন যে এইখানে একদম বিনামূল্যে সংগ্রহ করা ২০টি আন্তর্জাতিক চলচ্চিত্র দেখানো হবে । তিনি আরো জানিয়েছেন যে এই প্রচেষ্টার পিছনে মূল উদেশ্য হলো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় ত্রাণ সংস্থাগুলিকে অর্থসাহায্য করা। এর থেকে আয় করা অর্থ দেয়া হবে কোভিড-১৯-এর ত্রাণ তহবিলে । ইভেন্টের কাছাকাছি সময়ে একটি পূর্ণ সময়সূচি প্রকাশ করা হবে। প্রতিটি চলচ্চিত্র উৎসব তাদের নিজস্ব প্রোগ্রামিংয়ের ট্র্যাকটি প্রকাশ করবে বলে আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে ।
আরো পড়ুন :- প্রয়াত হলেন টম এন্ড জেরির নির্মাতা
ত্রিবিকা এন্টারপ্রাইজগুলির প্রধান নির্বাহী জেন রোসান্থাল এক বিবৃতিতে দিয়ে বলেছেন বিশ্বব্যাপী দর্শকদের বিনোদন ও স্বস্তি দিতে গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল কিউরেটর, শিল্পী এবং গল্পকারদের একত্রিত করে ইউটিউব এই অসাধারণ উৎসবের আয়োজন করেছে ।ইউটিউবের চিফ বিজনেস অফিসার রবার্ট কিঙ্কেল জানিয়েছেন এটি এমন একটি ইভেন্ট যা আগে কখনও হয় নি। বিশ্বজুড়ে অনুরাগীদের জন্য অসাধারণ এই ব্যবস্থা করতে পরে তারা গর্বিত।
Highlights
- ১০ দিন ব্যাপী গ্লোবাল ফ্লিম ফেস্টিভ্যাল।
- সব ধরণের ছবি দেখতে পাওয়া যাবে বিনামূল্যে
- এর থেকে সঞ্চিত অর্থ কোভিড-১৯ ত্রাণ তহবিলে দান করা হবে