বিহারে তৈরী হচ্ছে আসল হিরোর , কিবললেন জানার পর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- এখন সোশ্যাল মিডিয়া খুললে একটাই ছবি চারিদিকে “সোনু সুদ” হাঁ আসল হিরো । যে নাকি কোনো কিছুর জন্য বসে না থেকে নিজে দাঁড়িয়ে থেকে ১২০০০ পরিযায়ী শ্রমিককে বসে করে তাদের নিজের বাড়িতে পৌঁছানোর ব্যাবস্থা করেছেন ও আরো বলেছেন একজন শ্রমিক যেনো বাকি না থাকে যে তার বাড়ি যেতে পারেনি ।

প্রথম পর্যায়ে তিনি ৩৫০ জন শ্রমিককে ২০ টি বাস করে বাড়ি পৌঁছাতে সার্থক হন । আর পর দেখেন আরো প্রচুর মানুষ আছেন যারা বাড়ি ফিরতে চান । তখন তিনি ও তার কিছু বন্ধুরা মিলে বাকিদের কে বাড়ি পাঠাতে উদ্যোগী হন ।

তবে এবার বাড়ি ফেরার জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ায় নায়ক সোনুকে তাঁর অনুরাগী জানালেন, অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য তাঁর মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বিহারের কিছু যুবক ।

তিনি এই খবর টুইটার দ্বারা জানতে পারেন , এবং টি এই খবর জানা মাত্র সেই যুবকদের কে জানান যে তারা যেন এই টাকা সেই লোকেদের দেন করেন যাদের সত্যি টাকার দরকার আছে ।

Highlights

  • এখন সোশ্যাল মিডিয়া খুললে একটাই ছবি চারিদিকে “সোনু সুদ” হাঁ আসল হিরো
  • প্রথম পর্যায়ে তিনি ৩৫০ জন শ্রমিককে ২০ টি বাস করে বাড়ি পৌঁছাতে সার্থক হন
  • তবে এবার বাড়ি ফেরার জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ায় নায়ক সোনুকে তাঁর অনুরাগী জানালেন, অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য তাঁর মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বিহারের কিছু যুবক

#Migrant Labor     #Sonu Sud

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন