Bangla News Dunia, শারদীয়া রায় :- সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেলো আড্ডা টাইমসের ফেলুদা ফেরত সিরিজের টাইটেল সং ‘ কে কোথায় আছে শত্রু চেনা’ । এই গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর , অনুপম রায়, রূপম ইসলাম। ছবির গীতিকার হলেন শ্রীজাত এবং সুর ও আবহে জয় সরকার। টাইটেল সং প্রকাশের পর সৃজিত জানান সত্যজিৎ রায়ের ১০০ তম জন্মদিনে এটি হলো তার স্রষ্টার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ।
https://www.youtube.com/watch?v=ThMyg2d4kos&feature=youtu.be
ফেলুদা প্রসঙ্গে সত্যজিৎ-পুত্র সন্দীপ জানালেন ১৯৬৫-৬৬ সালে ছোটদের জন্য কোনও গোয়েন্দা ছিল না বাংলা সাহিত্যে। এরপরেই লেখক সত্যজিতের কলম জন্ম দেয় গোয়েন্দা প্রদোষ মিত্রকে। যতদিন তিনি সন্দেশ পত্রিকায় ফেলুদা লিখেছেন, পত্রিকার বিক্রি বেড়ে গেছিল। ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ এই দুটি গল্প নিয়ে আড্ডা টাইমস এর জন্য সৃজিতের ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত ‘। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। এছাড়াও, সিরিজে দেখা যাবে ‘তপেশ’ কল্পন মিত্র, ‘জটায়ু’ অনির্বাণ চক্রবর্তী, ‘ব্যারিস্টার চৌধুরী’ ধৃতিমান চট্টোপাধ্যায়, ‘মগললাল মেঘরাজ’ খরাজ মুখোপাধ্যায়, ঋষি কৌশিক, ভরত কল প্রমুখ।
আরো পড়ুন :- আরো একটি ভালো সিনেমা পেলো নেটফ্লিক্স এ – লকডাউনে সময় কাটান
২০১৯-এর শেষ দিক থেকে নতুন বছরের শুরু থেকে পরপর চমক দিচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জী । তার মধ্যে প্রথম চমক এই আড্ডা টাইম প্ল্যাটফর্মের জন্য ‘ফেলুদা ফেরত’ বানানো। এর পরে সামনে এসেছে ফেলুদা গল্পের একের পর এক চরিত্র তোপশে ,জটায়ু থেকে শুরু করে ব্যরিস্টার অসীম চৌধুরী। ‘প্রফেসর শঙ্কু’ এর চরিত্রে ধৃতিমান চট্টোপাধ্যায়ের নির্বাচন নিঃসন্দেহে পরিচালকের মুন্সিয়ানার পরিচায়ক। শুধুমাত্র বাকি ছিল মাগনলাল মেঘরাজের চরিত্র । সেই জায়গা পূর্ণ করলেন বর্ষীয়ান অভিনেতা খরাজ মুখার্জী। এর আগে বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনায় মগনলালের মতো খলনায়ককে তার অভিনয় গুণে কিংবদন্তি বানিয়েছিলেন প্রয়াত অভিনেতা উৎপল দত্ত । নেটিজেনরা ইতিমধ্যেই সিরিজের সমস্ত চরিত্রকে পছন্দ করেছেন। মগনলালরূপী খরাজ যে ‘ছিন্নমস্তার অভিশাপ’ পর্বের তুরুপের তাস হয়ে উঠবেন সে বিষয়ে কারোর কোনও সন্দেহ নেই
আরো পড়ুন :- স্মরণে প্রয়াত অভিনেতা ঋষি কাপুর
Highlights
- প্ৰকাশ পেলো ফেলুদা ফেরত ছবির টাইটেল সং
- প্রকাশ পেয়েছে বাকি চরিত্রগুলিও
- গানটি গেয়েছেন রূপঙ্কর , অনুপম রায়, রূপম ইসলাম
# বিনোদন । # সত্যজিৎ রায়