BBangla News Dunia, শারদীয়া রায় :- আজ নিজের বর্ণময় চলচিত্র জীবনকে পিছনে ফেলে চিরনিদ্রায় চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর । তার প্রয়ানে শোকস্তব্ধ গোটা বলিউড। সমস্ত বলিউড অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা তার আত্মার চিরশান্তি কামনা করেছেন।
আরো পড়ুন :- বিশ্বসেরা সিনেমাগুলি বিনামূল্যে ইউটিউবে
আজ তার স্মরনে তুলে ধরা হলো তার বর্ণময় অভিনয় জীবনের কিছু চিত্র।
- ১৯৭০ সালে বাবা রাজ কাপুর অভিনীত মেরা নাম জোকার সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক হয়। এর জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।
- ডিম্পল কাপাডিয়ার বিপরীতে ববি সিনেমায় তাকে প্রথম লিড রোলে দেখা যায়।
- তার অভিনীত ছবি গুলির মধ্যে অন্যতম হলো খেল খেল মে,চাঁদনী , কার্জ, , অমর-আকবর -এন্টোনি
- ১৯৮০ সালে অভিনেত্রী নিতু কাপুরের সাথে বিবাহ সূত্রে বাঁধা পড়েন
- ‘রফু চক্কর’ ,’ কভি কভি’ সিনেমায় একসাথে দুজনকে অভিনয় করতে দেখা গিয়েছিলো।
- Hum Tum (২০০৪), Fanaa (২০০৬), Namastey London (২০০৭, Love Aaj Kal (২০০৯), and Delhi 6 (2009), ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এর মতো ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।
- ২০০৮ সালে তাকে Filmfare Lifetime Achievement Award এ সম্মানিত করা হয়েছিল।
- ২০১০ সালে ‘দো দুনি চার সিনেমাটির জন্য পেয়েছিলেন ‘ Filmfare Critics Award for Best Actor
- ২০১২ সালে ‘অগ্নীপথ’ সিনেমায় রউফ লালার ভূমিকায় তার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছিলো।
- ২০১৬ সালে ‘কাপুর এন্ড সন্স’ সিনেমার জন্য পেয়েছিলেন Filmfare Award for Best Supporting Actor
- ‘১০২ নট আউট ছবিতে’ বহু দশক পরে তাকে অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করতে দেখা যায়।