একটা লেহেঙ্গা তৈরী করতে ৪ মাস সময় লেগেছে। লেহেঙ্গাটি তৈরী করেছে মাধুর্য ক্রিয়েশনস। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্য দীপাবলি উপলক্ষ্যে তৈরী করা হয়েছে লেহেঙ্গাটি। পোশাকটি পুরোপুরি অরগ্যানিক ফেব্রিক দিয়ে তৈরী। এর আরেকটি বিশেষত হলো এই পোশাকে ৩৫ জন শিশুর ছবি আঁকা আছে এবং ‘অ্যায় ওয়াতান’ গানের কিছু লাইন লেখা আছে।
মাধুর্য ক্রিয়েশনস ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে যে, ২০২০ সালের দীপাবলিতে বর্তমানের একজন অন্যতম ইয়ুথ আইকন আলিয়ার জন্য এইরকম একটা লেহেঙ্গা বানাতে পেরে তারা সত্যি খুব গর্বিত। ওই পোস্টটি থেকে আরো জানা গেছে যে শুধুমাত্র ৩৫ শিশুর ছবি নয় , লেহেঙ্গাটির এক একেক অংশে পৃথিবীর বিভিন্ন অংশ যেমন গাছ, পশু,পাখি ,মরুভূমি প্রভৃতির ছবিও আছে। প্রায় ৪ মাস ধরে ১৩ জন শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে এই লেহেঙ্গাটি বানিয়েছে। যে ৩৫ জন শিশুর ছবি আছে লেহেঙ্গাটিতে তারা এওএল ফ্রি স্কুলে পড়াশোনা করে।
আরো পড়ুন :- নিজের বায়োপিক দেখে যাওয়া হলোনা সৌমিত্রর
এইকারণে আলিয়া লেহেঙ্গাটি দীপাবলি এবং শিশু দিবসেই পড়েছিলেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আলিয়া জানিয়েছেন এই দীপাবলিতে শিশুদের জন্য নতুন কিছু করার ইচ্ছে ছিল। এইরকম এই পোশাক পড়তে পেরে তিনি দারুন আনন্দিত। এওএল ফ্রি স্কুলের ওই ৩৫ জন শিশুদের এবং কারিগরদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানের একজন খ্যাতনামা অভিনেত্রী এবং ইয়ং জেনেরেশনের স্টাইল আইকন আলিয়ার এই প্রয়াস সবার মনেই প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
হাইওয়ে সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিলো মহেশ ভাটের কন্যার। এর পরে অনেক ছবিতে তার অভিনয় ভক্তদের পাশাপাশি সমালোচকদের হৃদয়ও জয় করে নিয়েছে। কিছুদিন আগে তার অভিনীত ছবি ‘সড়ক টু’ মুক্তি পেয়েছে। আগামী ছবিগুলোর মধ্যে রয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, করন জোহরের ‘তখত’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ । সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে বাঙালি পরিচালক অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি যাতে তার সাথে অভিনয় করেছেন রণবীর কাপুর।
Highlights
১. দীপাবলি উপলক্ষ্যে ৪ মাস ধরে আলিয়া ভাটের লেহেঙ্গা তৈরী করা হয়েছে।
২. ৩৫ জন শিশুর ছবি আঁকা আছে।
৩. ১৩ জন শ্রমিক ৪ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই অভিনব লেহেঙ্গাটি বানিয়েছেন।
#aliya bhat | #bollywood