Bangla News Dunia, Pallab : EWS অর্থাৎ Economically Weaker Section সার্টিফিকেট তৈরি করা আরও সহজ হয়ে গেলো। এখন সহজেই অল্প কিছু নথি দিয়ে সহজেই EWS সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারবেন ও অনলাইন থেকে EWS সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র
EWS সার্টিফিকেট কি?
EWS-এর পূর্ণরূপ হলো Economically Weaker Section, যার বাংলা অর্থ — অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। EWS সাধারণ (General) শ্রেণিভুক্ত সেইসব ব্যক্তিদের জন্য, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। পরিবারের বার্ষিক আয় 8(Eight) লক্ষ টাকার বেশি নয়।
EWS সার্টিফিকেট থাকার ফলে আপনি সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় অন্যান্য সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC) মতো সংরক্ষণের সুবিধা পাবেন।
EWS সার্টিফিকেট তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগবে?
1. আবেদনকারীর আধার কার্ড / খাদ্যসাথী কার্ড(Aadhaar Card / Khadyasathi Card)
2. আবেদনকারী বা তার পিতা-মাতার ভোটার কার্ড বা নাগরিকত্ব শংসাপত্র(EPIC or Citizenship Certificate of applicant or parent(s))
3. আবেদনকারী ও অন্যান্য পরিবারের সদস্যদের PAN কার্ড (যার যেটা প্রযোজ্য)(PAN Card of applicant and other family members – whichever are applicable)
4. জন্ম শংসাপত্র (যথাযথ কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত)বা মাধ্যমিক/সমমান পরীক্ষার অ্যাডমিট কার্ড বা শংসাপত্র (Birth Certificate issued by competent authority / Admit Card or Certificate of Madhyamik or equivalent exam)
5. গত তিন বছরের আয়কর রিটার্ন (ITR) – আবেদনকারী ও পরিবারের অন্যান্য সদস্যদের (যদি প্রযোজ্য হয়) (ITR for the past three years of applicant and family – if applicable)
6. ইনকাম সার্টিফিকেট – যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত (Income Certificate issued by the competent authority)
7. বাসিন্দা শংসাপত্র / রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণ) (Residential Certificate / Domicile in West Bengal)
8. ROR / পর্চা / রেজিস্টার্ড ডিড-এর প্রমাণপত্রের জেরক্স কপি (Certified copies of ROR / Parcha / Registered Deed)
9. জাতিগত শংসাপত্র – প্রার্থী গ্রাম পঞ্চায়েত প্রধান / পৌরসভার চেয়ারম্যান / কর্পোরেশনের কাউন্সিলরের কাছ থেকে (যেটা প্রযোজ্য) (Certificate in support of Caste from Pradhan / Chairman / Councillor – whichever applicable)
10. পারিবারিক আয়, সম্পত্তি এবং জাতি সংক্রান্ত স্বঘোষণা (Annexure-B ফরম্যাটে)(Self Declaration regarding family income, assets and caste – in prescribed Format, Annexure-B)
EWS সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি?
EWS সার্টিফিকেট আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://castcertificatewb.gov.in/ এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। নিচের ধাপ গুলো ফলো করে আবেদন করুন –
1) প্রথমে আপনাকে Cast Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
2) এরপর EWS এ ক্লিক করে Apply For EWS এ ক্লিক করুন।
3) এরপর সঠিকভাবে ফর্ম পূরণ করুন ও ফটো আপলোড করে সাবমিট করুন।
4) এরপর আবেদন ফর্ম গুলো প্রিন্ট করে ও উপযুক্ত ডকুমেন্টস সহকারে নিকটবর্তী BDO/SDO অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে।
EWS Application Status Check?
1) প্রথমে https://castcertificatewb.gov.in/ এর অফিসিয়াল পোর্টালে আসুন।
2) এরপর EWS এ ক্লিক করে Application Check এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে Application No উল্লেখ করে সার্চে ক্লিক করুন।
4) এরপর দেখে নিন EWS Certificate Approved হয়েছে কিনা, হলে ডাউনলোড করুন।
আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের