Facebook থেকে আয় করার সেরা তিন উপায় ! এই পদ্ধতিতে টাকা রোজগার করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতবর্ষের জনসাধারণের মধ্যে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুক (Facebook). লাখ লাখ মানুষ প্রতিদিন ফেসবুক স্ক্রল করছেন। রিল, ছবি, ভিডিও দেখছেন। আবার অনেকে ফেসবুক থেকেই বুদ্ধি করে টাকা রোজগার করছেন। ফেসবুক থেকে নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করে বাড়িতে বসেই টাকা রোজগার করা যায় (Earn From Facebook). আজকের প্রতিবেদনে এইরকম তিনটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধ আসন্ন? কি প্ল্যান করছে ইজরায়েল ?

Earn Money Using Facebook

আপনি যদি একজন চাকরিপ্রার্থী হন, কলেজের পড়ুয়া হন অথবা একজন গৃহবধূ, রিটায়ার্ড ম্যান হন আর আপনি যদি বাড়ি বসে টাকা রোজগার করার পদ্ধতির খোঁজে থাকেন, তাহলে আপনার জন্য ভাল খবর। কারণ সোশ্যাল মিডিয়ার বৃহৎ প্ল্যাটফর্ম রয়েছে আপনার জন্য। আপনিও এখান থেকে অনলাইনে আয় (Online Earning) করতে পারেন। প্রতিমাসে মোটা অংকের টাকা রোজগার করতে পারেন। শুধু জানতে হবে সঠিক পদ্ধতি।

ফেসবুক থেকে টাকা রোজগার করার ৩ পদ্ধতি

১) ইন স্ট্রিম অ্যাড

প্রথমেই বলা হচ্ছে ইন স্ট্রিম অ্যাড সম্পর্কে। যদি আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনার পোস্ট করা ভিডিওর মধ্যে যুক্ত করা বিজ্ঞাপন কিংবা ইন-স্ট্রিম বিজ্ঞাপন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। আপনার ভিডিয়ো চলার মাঝে বিজ্ঞাপন আসবে। আর ভিডিয়ো দেখার জন্য দর্শককে সেই বিজ্ঞাপনটি দেখতে হবে। আপনি এখান থেকেই টাকা রোজগার করতে পারবেন। তবে মনে রাখতে হবে ইন-স্ট্রিম বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনাকে ভিডিওটি এক মিনিটের দীর্ঘ হতে হবে। আপনার পেজে অন্ততপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।

২) ব্র্যান্ড কোলাবরেশন

এরপর যে দ্বিতীয় পদ্ধতিটি বলা হবে সেটি হল ব্র্যান্ড কোলাবরেশন। ব্র্যান্ড কোলাবরেশন করার জন্য আপনাকে আরো বৈচিত্র্যময় কন্টেন্ট তৈরি করতে হবে। যাতে আরো বেশি দর্শক আপনার পেজে পোস্ট হওয়া কনটেন্ট দ্বারা আকৃষ্ট হয়। এই পদ্ধতিতে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশন করে একসঙ্গে কাজ করে ইনকাম করতে পারেন। এ ছাড়া এটি আপনাকে সাহায্য করবে আপনার নিজের ফলোয়ার সংখ্যা বাড়ানোর জন্যও।

) অনলাইন পেইড ইভেন্ট

এছাড়া ফেসবুক থেকে টাকা রোজগার করার তৃতীয় পদ্ধতিটি হল অনলাইন পেইড ইভেন্ট। এক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজে অর্থের বিনিময়ে ইভেন্ট পরিচালনা করতে পারবেন ও ফেসবুক পেজের সেই ইভেন্ট ফিচারটির মাধ্যমে রোজগার করতে পারবেন। আপনার পেজ দিয়ে ইভেন্টের সময়সূচি তৈরি করতে হবে, সেটিকে সাজাতে হবে আর এবং তা চালাতে হবে যাতে দর্শকদের নজরে পড়ে। এই ইভেন্টের মাধ্যমে অনেক মানুষ টাকা রোজগার করেন।

আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পাশ করার পর সেরা কিছু কোর্সের সন্ধান ! মিলবে লাখ লাখ টাকার চাকরি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন