FASTag-এর দিন শেষ ! ১লা মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে টোল প্লাজা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ২০২৫-এর ১লা মে থেকেই বদলে যাচ্ছে ভারতের টোল আদায়ের পদ্ধতি। FASTag এর জায়গায় এবার আসছে অত্যাধুনিক জিপিএস ভিত্তিক টোলিং সিস্টেম। আর এই নতুন নিয়ম শুধুমাত্র সময় বাঁচাবে না, বরং আনবে স্বচ্ছতা, প্রযুক্তির আধুনিক ছোঁয়া এবং ড্রাইভিং এর এক অনন্য অভিজ্ঞতা।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

কেন এই বদল আনা হচ্ছে?

আসলে FASTag চালু করা হয়েছিল টোল প্লাজার সময় বাঁচাতে। কিন্তু বাস্তবে উল্টো হচ্ছে। এখনো বহু জায়গায় লাইনে দাঁড়াতে হয়। ট্যাগ স্ক্যানিং এর সমস্যা হয়। অনেক সময় ডবল চার্জও কেটে নেওয়া হয়। এছাড়া ট্যাগ জালিয়াতির ঘটনাও সামনে আসে। তাই দুর্নীতি এড়াতে একেবারে নয়া প্রযুক্তি নিয়ে ভাবতে শুরু করেছে এবার কেন্দ্র সরকার।

নতুন নিয়মে কী কী থাকছে?

নতুন এই জিপিএস টোলিং সিস্টেমে থাকছে একদম উপগ্রহ ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা। এর ফলে গাড়ির মুভমেন্ট রিয়েল টাইমে ট্র্যাক করা যাবে। যেমন-

  • গাড়িতে থাকবে অত্যাধুনিক জিপিএস ডিভাইস।
  • রাস্তার ধারে বসানো থাকবে এএনপিআর ক্যামেরা।
  • আপনি কতটা রাস্তা চালাচ্ছেন, তার উপর ভিত্তি করে টোলে চার্জ কাটা হবে।
  • এমনকি টোল প্লাজায় আর দাঁড়াতে হবে না।
  • গাড়ির সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে।

এই সিস্টেমের সুবিধাগুলি কী কী?

যদি এই প্রযুক্তি চালু করা হয়, তাহলে ফ্ল্যাট রেট নয়, বরং এবার পে-অ্যাজ-ইউ-ট্রাভেল সম্ভব হবে। পাশাপাশি কোন লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকবে না। পাশাপাশি ম্যানুয়াল ভুলের সম্ভাবনা একদমই থাকবে না। কারণ সবই হবে স্বয়ংক্রিয়ভাবে। এমনকি চালকদের জন্য ফ্লুয়েন্ট অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন