লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ ! জানুন কেন ঘটছে এমন সমস্যা ?

By Bangla news dunia Desk

Published on:

laxmi vandar

 

Bangla News Dunia, দীনেশ :- পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বহু মহিলার জীবনে আর্থিক সহায়তা এনে দিয়েছে। এই প্রকল্পের আওতায় মহিলারা মাসিক ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভাতা পান। কিন্তু পূর্ব মেদিনীপুরের তমলুক পৌর এলাকার কয়েকশো মহিলা অভিযোগ করেছেন, গত কয়েক মাস ধরে তাদের অ্যাকাউন্টে এই ভাতা জমা পড়ছে না। কি কারণে এরকম হচ্ছে? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হওয়ার অভিযোগ

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যা মহিলাদের আর্থিক সাহায্য ও সামাজিক সুরক্ষার উদ্দেশ্যে চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে রাজ্যের অসংখ্য মহিলা ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভাতা পান। তবে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুক পৌর এলাকায় কয়েকশো মহিলা অভিযোগ করেছেন যে, গত পাঁচ-ছয় মাস ধরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা পড়ছে না। এই সমস্যার কারণে মহিলারা যেমন আর্থিক সংকটে পড়েছেন, তেমনই প্রশাসনের প্রতি তাদের আস্থার ঘাটতিও স্পষ্ট হচ্ছে।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

কেন ঘটছে এমন সমস্যা?

এই সমস্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ব্যাঙ্ক কিংবা পৌরসভা থেকে স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। তমলুক পুরসভায় এ নিয়ে অভিযোগের পাহাড় জমেছে। কেউ বলছেন, এটি কোনো প্রযুক্তিগত সমস্যা, আবার কেউ মনে করছেন প্রশাসনিক গাফিলতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় জানিয়েছেন, “টেকনিক্যাল কিছু সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।” তবে এই সমস্যার দ্রুত সমাধান না হলে ক্ষতিগ্রস্ত মহিলাদের অসুবিধা আরও বাড়বে।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

মুখ্যমন্ত্রীর এই জনপ্রিয় প্রকল্প বহু মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছে। তাই এই সমস্যার দ্রুত সমাধান একান্ত প্রয়োজন। সরকার ও প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ নেয়, তবে এই সমস্যার সমাধান সম্ভব। তবে প্রযুক্তিগত বা প্রশাসনিক সমস্যা যাই থাকুক, সাধারণ মানুষের আস্থা অর্জন করাই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই ধরনের সমস্যা যেন ভবিষ্যতে আর না হয়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla news dunia Desk

মন্তব্য করুন