Flipkart ও Amazon সহ ৩ উপায়ে লক্ষ লক্ষ আয়! ঘরে বসে আয় করার দারুণ সুযোগ – Top 5 Business Idea like Flipkart

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Top 5 Business Idea like Flipkart : বর্তমান ডিজিটাল যুগে অর্থ উপার্জন করা অনেক সহজ। কারণ এখন অর্থ উপার্জন করতে আর বাইরে ছুটতে হয় না। ঘরে বসে একাধিক উপায়ে অর্থ উপার্জন করা সম্ভব। করোনা মহামারির পর থেকে ঘরে বসে অর্থ উপার্জনের একাধিক মাধ্যম তৈরি হয়েছে।

আজকের প্রতিবেদনে আমরা এমনই পাঁচটি অর্থ উপার্জনের মাধ্যম আলোচনা করতে চলেছি যার মাধ্যমে আপনারা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন। এর জন্য আপনাদের অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজন নেই। আপনার হাতের স্মার্ট ফোনে অথবা ল্যাপটপ সাহায্য কাজটি করতে পারবেন। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী অথবা হাউস ওয়াইফ ঘরে বসে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে চান তারা আর দেরি না করে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। নিম্নে অর্থ উপার্জনের পাঁচটি কার্যকরী মাধ্যমের থেকে যেকোনো একটি নির্বাচন করে তা থেকে অনায়াসে অর্থ উপার্জন করতে পারবেন।

 

১. অ্যামাজন বা ফ্লিপকার্টে রিসেলিং:

ঘরে বসে অর্থ উপার্জনের সবথেকে সহজ মাধ্যম হলো অ্যামাজন বা ফ্লিপকার্টের সেলিং। এই ব্যবসাটি করতে আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। উক্ত অনলাইন সেলিং অ্যাপ গুলোতে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে, সেখানে আপনারা নির্দিষ্ট প্রোডাক্ট ছবি amazon বা flipkart আপলোড করে রাখতে পারেন। পরবর্তীকালে সেই প্রোডাক্ট গুলির অর্ডার পাওয়ার পর সেল করে নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন।

২. ডিজিটল ভিডিও ক্রিয়েটর:

বর্তমান ডিজিটাল যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যথা- ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারে প্রভৃতি ভিডিও আপলোড করে বেশ অর্থ উপার্জন করতে পারবে। উক্ত কাজটি করতে আপনাদের ভিডিও ক্রিয়েট দক্ষতা থাকতে হবে। আপনাদের ভিডিও গুলো নির্দিষ্ট সোশ্যাল সাইডে নিয়মিত আপলোড করতে হবে। ভিডিও আপলোডের করে মনিটাইজেশন অন হওয়ার পর ভিউজের উপর ভিত্তি করে গুগল অ্যাডস এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।

৩. সার্ভে ও ক্যাপচা পূরণ করে:

ঘরে বসে অনলাইনে অর্থ উপার্জনের তৃতীয় মাধ্যমটি হল সার্ভে ও ক্যাপচা পূরণ। এর জন্য আপনাদের ঘরে বসে স্মার্ট ফোন অথবা ল্যাপটপের সাহায্যে কাজটি সম্পন্ন করতে হবে। এর জন্য ছোট ছোট অনলাইন সার্ভের ফর্ম ফিল আপ করে অর্থ উপার্জন করতে পারেন। যেমন- Google Opinion Rewards সার্ভে করে নূন্যতম ৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত পেতে পারেন। এই পদ্ধতি খুবই সহজ ও এটি আপনি আপনার সময় অনুযায়ী করতে পারেন।

৪. অনলাইনে লেখালেখি:

যে সমস্ত মানুষের লেখালেখি করার অভ্যাস রয়েছে, তারা ঘরে বসে লেখালেখির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে। তার জন্য আপনাদের একটি স্মার্ট মোবাইল ফোন অথবা ল্যাপটপ প্রয়োজন রয়েছে। উক্ত ব্যক্তিরা চাইলে চাইলে নিজস্ব ওয়েবসাইট খুলে সেখানে নির্দিষ্ট বিষয়ে লেখালেখির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। পরবর্তীকালে আপনার ব্লগিং সাইটটি মনিটাইজেশন পেলে google এডস এর মাধ্যমে ভিউজ এর পরিমাণ অনুযায়ী অর্থ উপার্জন করতে পারবেন। নয়তোবা কোন ব্লগিং ওয়েবসাইট কনটেন্ট রাইটার হিসেবে কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।

৫. হোয়াটসঅ্যাপে স্থানীয় ডেলিভারির অর্ডার:

আপনি চাইলে স্থানীয় বাজারে ডেলিভারি অর্ডার কাজ করেও অর্থ উপার্জন করতে পারেন। বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- দুধ, মুদিখানা বা খাবার ডেলিভারির সঙ্গে যুক্ত হতে পারেন। এর জন্য আপনি আপনার whatsapp এ নির্দিষ্ট জিনিসের অর্ডার গ্রহণ করবেন। অর্ডার গ্রহণের পর নির্দিষ্ট ঠিকানায় পণ্যটি পৌঁছে দিয়ে ডেলিভারি চার্জ হিসেবে নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন। তাই যে সমস্ত ব্যক্তিরা এখানে বসেই অর্থ উপার্জনের মাধ্যম সন্ধানে রয়েছেন তারা উক্ত পদ্ধতিগুলির মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন