FSSAI Recruitment 2026: ফুড অ্যানালিস্ট পদে চাকরির সুযোগ, বিজ্ঞপ্তি প্রকাশ FSSAI-র, দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

১১ তম‌ ফুড অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।  আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় কেন্দ্রীয় সরকারের খাদ্য দফতরে ফুড অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে।  পরীক্ষাটি ৮ মার্চ ২০২৬ কম্পিউটার বেস্ট পরীক্ষা (CBT) পদ্ধতিতে নেওয়া হবে।

আবেদন:
ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন, এই পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।  আবেদন শুরু হয়েছে ২৩শে ডিসেম্বর ২০২৫ থেকে এবং আবেদনের শেষ তারিখ আগামী ২২ জানুয়ারি ২০২৬।

শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ডেয়ারি কেমিস্ট্রি, ফুড টেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, ডেয়ারি অথবা তেল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।  এছাড়াও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্সে ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।  ইনস্টিটিউশন অফ কেমিস্টস (ইন্ডিয়া) পরিচালিত ফুড অ্যানালিস্ট পরীক্ষায় উত্তীর্ণ অথবা সমমানের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।  পাশাপাশি, কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: যোগ্যতা পূরণকারী যে কোনও প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন।

আবেদন ফি:
কম্পিউটার বেস্ট পরীক্ষার জন্য আবেদন করার সময় প্রার্থীদের দিতে হবে ২৫০০ টাকা এছাড়া প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে হবে ৫ হাজার টাকা।

নিয়োগ প্রক্রিয়া:
প্রথমে প্রার্থীদের কম্পিউটার বেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে দিতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা।  এরপর ডাকা‌ হবে বাছাই নিয়োগ প্রক্রিয়ায়।

এই লিঙ্ক থেকে অনলাইনে আবেদন করা যাবে – FSSAI Job Online Apply 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন