ওয়াশিংটন: এইচ-১বি ভিসায়( H-1B visa) কোপ। তার কিছুক্ষণ পরেই আমেরিকায় গোল্ড কার্ড ভিসা (Gold Card Visa) চালু করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প( Donald Trump)। একইসঙ্গে প্ল্যাটিনাম কার্ড ভিসা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। অতিধনী বিদেশিদের আমেরিকার নাগরিক হওয়ার সুযোগ দিতেই ট্রাম্প সরকারের এই উদ্যোগ। অদূর ভবিষ্যতে গ্রিন কার্ডের জায়গা নেবে গোল্ড ও প্ল্যাটিনাম কার্ড। ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে গোল্ড কার্ড ভিসা দারুণ সাফল্য পাবে। সরকারের কয়েক কোটি ডলার আয় হবে।’
মার্কিন প্রেসিডেন্টের সই করা শনিবারের নির্দেশিকা অনুযায়ী, কোনও বিদেশি নাগরিক গোল্ড কার্ড পেতে চাইলে তাঁকে ১০ লক্ষ মার্কিন ডলার (প্রায় ৯ কোটি টাকা) দিতে হবে। প্ল্যাটিনাম কার্ড পাওয়ার খরচ আরও বেশি। এজন্য একজন বিদেশিকে ৫০ লক্ষ ডলার জমা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা ৪৪ কোটি টাকা। এই ভিসা পেলে একজন অভিবাসী টানা ২৭০ দিন আমেরিকায় থাকতে পারবেন। শুধু তাই নয়, তিনি যে অর্থ আয় করবেন তার জন্য তাঁকে কোনও কর দিতে হবে না।
বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্ল্যাটিনাম কার্ড চালু করার আগে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন পাওয়ার পর চলতি বছরের শেষ নাগাদ নতুন ভিসা চালু হতে পারে।