Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাড়ি বসেই লাখ টাকার রোজগার করতে পারবেন Google দিয়ে। যদি না জানা থাকে তাহলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন। রাতদিন স্মার্টফোনকে সঙ্গী করে রাখলেও অনেকেই জানেন না কিভাবে ফোন ব্যবহার করে রোজগার করা যায়। তাই আপনার জন্য রইল সেরা চারটি টিপস। যেখানে আপনি গুগল থেকে টাকা রোজগার করতে পারবেন। শুধু আপনাকে একটু খাটতে হবে। কিভাবে কি করবেন আসুন দেখে নেওয়া যাক।
Top 4 Google Income Ways
বাড়ি বসে গুগল থেকে ইনকাম করার জন্য রয়েছে নানা সুযোগ। আপনি যদি একবার সেগুলি জেনে নিতে পারেন তাহলেই কেল্লাফতে। এরকমই সেরা চারটি পন্থা উল্লেখ করা হলো আজকে। দেখে নিন। এবার আপনিও বাড়ি বসে ইনকাম করতে পারবেন।
১) Google Adsense
Google AdSense হল গুগলের একটি জনপ্রিয় প্রোগ্রাম। এটি আসলে বিজ্ঞাপন প্রোগ্রাম। এমন একটি প্রোগ্রাম যার দ্বারা আপনি আপনার কোনো ওয়েবসাইট বা ব্লগে বিজ্ঞাপন দেখিয়েই টাকা আয় করতে পারবেন। আপনারা কমবেশি অনেকেই হয়তো গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানেন। এটি ঠিক কিভাবে কাজ করবে? একজন ব্যবহারকারী যখন আপনার বিজ্ঞাপনে ক্লিক করবেন, আপনি তার বিনিময়ে টাকা পাবেন।
আরও পড়ুন:- হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, জানুন কী কথা হল?
২) Google Cloud
দ্বিতীয় যে প্রোগ্রামটার কথা বলব সেটি Google ক্লাউড প্ল্যাটফর্ম। এটি হল ক্লাউড কম্পিউটিং পরিষেবা। এটি কিভাবে সুবিধা দেবে? আপনাকে আপনার ওয়েবসাইট, অ্যাপ, এর সাথে অন্যান্য অ্যাপ্লিকেশন চালানোর জন্য দেয় কম্পিউটিং, স্টোরেজ এবং নেটওয়ার্কিং। আপনি Google ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে পরিষেবা চার্জ নিতে পারেন। আবার এর জন্য সদস্যতা ফিও নিতে পারবেন।
৩) Google Play
এবার আসা যাক Google Play সার্ভিস সম্পর্কে।এটি হল একটি ডিজিটাল স্টোর যেখানে আপনি অ্যাপ, গেম, মিউজিক, সিনেমা, অন্যান্য ডিজিটাল সামগ্রী বিক্রি করে আয় করতে পারবেন।
৪) Google Survey
চার নম্বরে বলবো Google Survey সম্পর্কে কথা। এই গুগল সার্ভ হল এমন একটি সমীক্ষা প্রোগ্রাম, যাকে কাজে লাগিয়ে আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে আপনি মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া নিতে পারবেন। আর এর জন্য আপনাকে Google থেকে টাকা দেবে। এবার আপনি একটি সমীক্ষা সম্পূর্ণ করেন, তাহলেই সেখান থেকেই টাকা আয় করতে পারবেন। এবার আপনার বুদ্ধি ও পরিশ্রমকে কাজে লাগান আর বাড়ি বসে গুগল থেকে টাকা রোজগার করুন।
আরও পড়ুন:- আপনার শিশুও কি পট্যাটো চিপসের ভক্ত? অবশ্য়ই জেনে রাখুন এই জিনিস
আরও পড়ুন:- হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পাতে রাখুন এই ফলগুলি