Gratuity New Rule: এখন ১ বছর চাকরি করলেই মিলবে গ্র্যাচুইটি! সরকারি কর্মীদের জন্য আসছে বিরাট পরিবর্তন – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

দেশের শ্রমিকদের জন্য এবার বিরাট সুখবর। কারণ, কেন্দ্রীয় সরকার শ্রম আইনে বড় ধরনের সংশোধন আনল। এবার থেকে মাত্র এক বছরের চাকরির যোগ্যতা থাকলেই গ্র্যাচুইটি পাওয়ার অধিকার মিলবে। শুক্রবার কেন্দ্র এই সংশোধনী কার্যকরের কথা জানিয়েছে। আর নতুন নিয়ম অনুযায়ী ৫ বছর অপেক্ষা করতে হবে না।

২৯টি আইন কমে দাঁড়াল মাত্র ৪টিতে

শ্রম মন্ত্রকের নির্দেশে ২৯টি আলাদা শ্রম আইনকে সংহত করে এবার চারটি শ্রম কোড তৈরি করা হয়েছে। আর শ্রম মন্ত্রক মনে করছে, এই পরিবর্তনের ফলে দেশের সমস্ত শ্রমিক সংঘটিত এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মী থেকে শুরু করে মহিলা কর্মী, গিগ এবং প্ল্যাটফর্ম কর্মী, অভিবাসী শ্রমিক সকলেই এই বাড়তি সুবিধা পাবে। 

তবে এবার সবথেকে বড় পরিবর্তন হল গ্র্যাচুইটি এক বছরেই মিলবে। কারণ, আগে পাঁচ বছর পর্যন্ত গ্র্যাচুইটি পাওয়ার জন্য অপেক্ষা করতে হত। তবে নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, ফিক্সড টার্ম এমপ্লয়িদের এই নিয়ম প্রযোজ্য হবে না। আর তারা মাত্র এক বছরের পরিষেবার পর গ্র্যাচুইটি দাবি করতে পারবে। সরকারের মূল লক্ষ্য হল কন্ট্রাক্ট সিস্টেম কমিয়ে বেশি সংখ্যক কর্মীকে ডিরেক্ট হায়ারিং এর আওতায় আনা।

স্থায়ী কর্মীদের মিলবে সমান সুবিধা

নতুন নিয়মে ফিক্সড টার্ম কর্মীরা স্থায়ী কর্মীদের মতোই এবার থেকে সুবিধা পাবে। যেমন সমান বেতন থেকে শুরু করে ছুটির সুবিধা, মেডিকেল সুবিধা, সামাজিক সুরক্ষা। আর এই পরিবর্তন কর্মীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে সবথেকে বড় ভূমিকা নেবে বলেই অনুমান করা হচ্ছে।

কী এই গ্র্যাচুইটি?

জানিয়ে রাখি, গ্র্যাচুইটি হল কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের অবদান এবং কৃতজ্ঞতা হিসেবে দেওয়া একটি আর্থিক সুবিধা। এতদিন পাঁচ বছরের ধারাবাহিক চাকরির পর গ্র্যাচুইটি পাওয়া যেত। তবে নতুন নিয়মে প্রতি বছর কাজের পর গ্র্যাচুইটি দেওয়া হবে। এমনকি গ্র্যাচুইটির পুরো টাকায় এককালীন প্রদান করা হয়। আর কর্মী চাকরি ছাড়লে বা অবসর নিলে সেও গ্র্যাচুইটি পাবে।

তবে আগে আশা করা হয়েছিল যে, গ্র্যাচুইটির যোগ্যতা ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হবে। তবে সরকার কর্মীদের স্বার্থে তা কমিয়ে মাত্র ১ বছর করেছে। ফলে লক্ষ লক্ষ কর্মী বছরের মধ্যে এবার আর্থিক সুরক্ষা পাবে বলে অনুমান।

আরও পড়ুনঃ SIR শুরু হতেই রাজ্যে বাতিল ২৬ লক্ষ ভোটার! আরও বাড়তে পারে এই সংখ্যা

জানিয়ে রাখি, গ্র্যাচুইটি হিসেবের নিয়মও খুব সহজ। এর ফর্মুলা হল (শেষ বেতন) × (১৫/২৬) × (মোট কাজের বছর)

এই সূত্রে ধরুন, কারোর শেষ বেতন ৫০,০০০ টাকা এবং কাজ করেছে পাঁচ বছর। তাহলে হিসাব অনুযায়ী সে গ্র্যাচুইটি পাবে ১,৪৪,২৩০ টাকা। এক কথায়, গ্র্যাচুইটির এই নিয়ম ঐতিহাসিক পরিবর্তন। এতে দেশের লক্ষ লক্ষ কর্মীর বিরাট আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা ফিরে আসবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন