Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামোয় বড়সড় পরিবর্তনের প্রস্তাব করেছে মোদী সরকার। নতুন এই প্রস্তাব অনুযায়ী দু’টি স্ল্যাব রাখা হবে GST-র। ৫% ও ১৮%। তবে তামাক ও পান মসলার মতো ক্ষতিকর পণ্যের উপর ৪০% GST ধার্যের সুপারিশ করা হয়েছে। সরকারি সূত্রে খবর, এই প্রস্তাব GST কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। সেপ্টেম্বর মাসে কাউন্সিলের দু’দিনের বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দীপাবলির আগেই দেশে আসছে ‘নেক্সট-জেনারেশন GST সংস্কার’। শুক্রবার লালকেল্লা থেকে তিনি বলেন, ‘আমি এই দীপাবলিতে দেশের জনগণকে একটি বড় উপহার দিতে চলেছি। গত আট বছরে আমরা ব্যাপক GST সংস্কার করেছি এবং কর ব্যবস্থা আরও সহজ করেছি। এখন সেই ব্যবস্থার পর্যালোচনার সময় এসেছে। আমরা তা ইতিমধ্যেই সম্পন্ন করেছি। রাজ্যগুলির সঙ্গে আলোচনাও করেছি এই মর্মে। এখন নেক্সট-জেনারেশন GST সংস্কার বাস্তবায়িত করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
কোন কোন জিনিসের দাম কমবে?
সূত্র মারফত আরও জানা গিয়েছে, এই GST সংস্কার পরিকল্পনায় কৃষিপণ্য, স্বাস্থ্য সংক্রান্ত দ্রব্য, হস্তশিল্প ও বিমার উপর কর কমানোর সুপারিশ করা হয়েছে। সরকারের বিশ্বাস, এর ফলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে।
বর্তমানে GST-এর পাঁচটি প্রধান স্ল্যাব রয়েছে – ০%, ৫%, ১২%, ১৮% ও ২৮%। এর মধ্যে ১২% ও ১৮% হার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং অধিকাংশ পণ্য ও পরিষেবা এর আওতায় পড়ে। নতুন প্রস্তাবে ১২% হার তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এটি তুলে দিয়ে সেই শ্রেণির পণ্যগুলিকে ৫% ও ১৮% ক্যাটেগরিতে নিয়ে আসা হতে পারে।
প্রধানমন্ত্রী মোদীর উপহার
লালকেল্লা থেকে মোদী বলেছেন, ‘ব্যক্তিগত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর কর উল্লেখযোগ্যভাবে কমানো হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকৃত হবে, দৈনন্দিন প্রয়োজনের জিনিস সস্তা হবে এবং অর্থনীতিও শক্তিশালী হবে।’
জানা গিয়েছে, স্বাস্থ্য ও জীবন বিমার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা নতুন GST কাঠামোয় আরও সুলভে মিলবে। যদিও সরকার স্বীকার করছে, করহার কমলে সাময়িকভাবে রাজস্বে প্রভাব পড়তে পারে। তবে দীর্ঘমেয়াদে বিক্রি বাড়বে এবং তাতে ক্ষতিপূরণ হবে বলে আশাবাদী সরকার। সেপ্টেম্বর মাসের GST কাউন্সিল বৈঠকে চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে এবং দীপাবলির আগেই তা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আরও পড়ুন:- জয়েন্টে ব্যথা হতে পারে ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার লক্ষণ ! কম করতে খান এগুলি
আরও পড়ুন:- পুজোর আগেই বিরাট খবর! প্রতিমাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর, কারা পাবেন ? জানুন