GST রিফর্মের আবহে নজর থাকবে এই ২৬ স্টকে, পজ়িটিভ প্রভাব পড়তে পারে এই সমস্ত স্টকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিওয়ালির আগেই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (GST)-এর হারে পরিবর্তনের ঘোষণায় তেজি ভাব ফিরেছে দেশের শেয়ার বাজারে। স্বাধীনতা দিবসের ভাষণেই জিএসটি রিফর্মের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাস জিএসটি কাউন্সিলের বৈঠকেই জিএসটি-র হারে আমূল বদল করা হতে পারে।

জিএসটি-র হারে কী পরিবর্তন করা হবে, তা নিয়ে এখনও পর্যন্ত অফিশিয়াল কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু সূত্রের খবর, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সাধারণ মানুষের পরিষেবায় জিএসটি-র হার কমানো হতে পারে। জিএসটি-র ১২ শতাংশের স্ল্যাব তুলে দেওয়ার কথাও শোনা গিয়েছে। এখন যে সমস্ত পণ্যে ১২ শতাংশ জিএসটি লাগু হয়, সেগুলিতে ট্যাক্সের অঙ্ক কমে ৫ শতাংশে নেমে আসতে পারে। জিএসটি কম ধার্য হলে বিভিন্ন পণ্য সস্তা হবে। যা বাজারের বিক্রি বাড়ানোর সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

জিএসটি-র হার কমার জেরে এফএমসিজি, কনজ়িউমার ডিউরাবেলস, বিমা, লজিস্টিক্স, অটোর মতো একাধিক সেক্টরের ডিমান্ড বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এর জেরে ওই সমস্ত সেক্টরের সংস্থাগুলির ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা মসৃণ হবে। এই সব বিষয় বিশ্লেষণ করে বিভিন্ন সেক্টরের বেশ কয়েকটি স্টক বেছে নিয়েছেন বাজার বিশেষজ্ঞ থেকে বিভিন্ন ব্রোকারেজ সংস্থার বিশ্লেষকরা। জিএসটি হারে বদলের পজ়িটিভ প্রভাব এই সমস্ত স্টকে পড়তে পারে বলে মনে করছেন তাঁরা। দেখুন সেই সমস্ত স্টকের তালিকা।

অটো সেক্টর: মারুতি সুজ়ুকি, টাটা মোটরস, অশোক লেল্যান্ড।

ব্যাঙ্কিং সেক্টর: আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক।

এনবিএফসি সেক্টর: বাজাজ ফিনান্স

সিমেন্ট সেক্টর: আল্ট্রাটেক, জেকে সিমেন্ট

এফএমসিজি সেক্টর: ব্রিটানিয়া, হিন্দুস্তান ইউনিলিভার

কনজ়িউমার ডিউরাবেলস সেক্টর: ভোল্টাস, হ্যাভেলস, অ্যাম্বার

হোটেল সেক্টর: লেমনট্রি, ইন্ডিয়ান হোটেলস

বিমা সেক্টর: নিভা বুপা, ম্যাক্স লাইফ, এইচডিএফসি লাইফ, স্টার হেলথ

লজিস্টিক সেক্টর: ডেলহিভারি

কুইক কমার্স সেক্টর: ইটারনাল, সুইগি,

রিটেল সেক্টর: রিল্যাক্সো, বাটা, ক্যাম্পাস

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- পুতিন বিদেশ গেলে তার মল, মূত্র সুটকেসে ভরে নেন দেহরক্ষীরা! আজব নিয়মের কারণ জানলে অবাক হবেন

আরও পড়ুন:- দারুন খবর। জিও গ্রাহকরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন। কিভাবে আবেদন করবেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন