GST সংস্কার হবে, সস্তা হবে জিনিসপত্র, বড় উপহার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন প্রজন্মের জন্য GST সংস্কার হবে, বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কমবে করের বোঝা, জিনিসপত্রের দাম। ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে এদিন দিপাবলীতে ‘ডাবল’ উপহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তার মধ্যে একটি জিএসটি। এছাড়া, প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু করার কথা ঘোষণা করেন তিনি।

জিএসটি নিয়ে বড় ঘোষণা করে প্রধানমন্ত্রী এদিন বলেন, “আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য এখন সব ধরনের সংস্কার আনা। এই দীপাবলিতে, আমি ডাবল দীপাবলি উপহার দিচ্ছি। দেশবাসী বড় উপহার পেতে চলেছে। এখন সময় জিএসটি হার পর্যালোচনা করা। নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনছি। সাধারণ মানুষের করের বোঝা কমানো হবে। জিএসটি হার উল্লেখযোগ্যভাবে কমানো হবে। কমবে জিনিসপত্রের দাম।”

দেশের যুবশক্তিকে শক্তিশালী করতে বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আজ থেকে দেশজুড়ে কার্যকর করেন উন্নত ভারত কর্মসংস্থান প্রকল্প। লাল কেল্লার প্রাডীর থেকে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, “দেশের যুবসমাজের জন্য বড় খবর। আজ, ১৫ আগস্ট, থেকে দেশের যুবসমাজের জন্য ১ লক্ষ কোটি টাকার একটি প্রকল্প চালু করছি। আজ থেকে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা কার্যকর করা হয়েছে। বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া ছেলে-মেয়েদের সরকার ১৫,০০০ টাকা করে দেবে। এর ফলে ৩.৫ কোটি যুবক-যুবতীর কর্মসংস্থান হবে।”

স্বাধীনতা দিবসে  আত্মনির্ভরশীলতা, মেড ইন ইন্ডিয়ার ওপর প্রাধান্য দেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকাল মন্ত্র বাস্তবে পরিণত করার বার্তাও দেন।

আরও পড়ুন:- মেদ কমানোর ইনজেকশনে চোখের মারাত্মক ক্ষতির আশঙ্কা, নতুন গবেষণায় চাঞ্চল্য

আরও পড়ুন:- রাস্তায় কুকুর কামড়ালে প্রথমেই কী করতে হয়? জানা থাকলে বড় বিপদ এড়ানো সম্ভব

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন