হরিহরপাড়া: সাতসকালে শিউরে ওঠা কাণ্ড! চায়ের দোকানে মালিকের সঙ্গে সামান্য বচসা! গ্রাহককে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করলেন মালিক। মৃতের নাম আব্দুল খালেক(৫৫)। শুক্রবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায়। পরবর্তীতে স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় আব্দুলকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একইসঙ্গে এই নারকীয় হত্যাকাণ্ডে মৃতের বাড়ির তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ মুর্শিদাবাদের বহরমপুরের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত দোকানদার লাল্টু শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, চায়ের দোকানে চা খেতে বসার সময় আব্দুলের সঙ্গে বচসা শুরু হয় দোকান মালিকের। আচমকা কোন কিছু বুঝে ওঠার আগেই দোকান মালিক তার বাড়ি থেকে হাঁসুয়া নিয়ে এসে এলোপাতাড়ি কোপাতে শুরু করে আব্দুলকে। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত লাল্টু। চোখের সামনে এমন বিভৎস ঘটনা দেখে দোকানে থাকা অন্যান্য গ্রাহকেরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুলকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হরিহরপুর থানার পুলিশ।