Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাতার আকৃতি সাপের মতো বলে গাছটির নাম স্নেক প্ল্যান্ট। এছাড়া সাপের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। একটা সময় রাস্তার ধারে ইতিউতি অবহেলায় যে গাছগুলি পড়ে থাকত, সেগুলির কদর এখন আকাশছোঁয়া। রূপের ছটায় সকলের মন জিতে অন্দরসজ্জায় নিজের জায়গা পাকা করেছে এই গাছ। তা বলে ভাববেন না সে শুধু রূপেই ভুলিয়ে রাখে। স্নেক প্ল্যান্টের গুণও নেহাত কম নয়। বরং তা ছাপিয়ে যায় তার রূপের বহরকেও। বাড়িতে স্নেক প্ল্যান্ট থাকলে নিজের অজান্তেই হয়তো এই সুবিধাগুলি পাচ্ছেন।
বায়ু বিশুদ্ধকরণ
অন্দরসজ্জার পাশাপাশি স্নেক প্ল্যান্ট ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে। মশার ধূপ, রান্নাঘর কিংবা বাথরুমের দূষণের ফলে ঘরের বাতাস দূষিত হয়ে যেতে পারে। সেই পরিস্থিতি থেকে রক্ষা করে স্নেক প্ল্যান্ট। রাতে স্নেক প্ল্যান্ট অক্সিজেন নির্গত করে, যা ভালো ঘুমের পক্ষে খুব উপকারী।
মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো
স্নেক প্ল্যান্ট সহজে শুকোয় না। ধুলো এবং খুশকির মতো অ্যালার্জির প্রভাব কমাতে সাহায্য করে এই গাছ। বাতাস বিশুদ্ধ করার গুণ থাকায়, এই গাছ লাগালে মানসিক চাপ কমে। ফলে মন খারাপ দূর করতে এই গাছ সিদ্ধহস্ত।
আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?
যত্ন লাগে না
বছরের যে কোনও সময়েই স্নেক প্ল্যান্ট বসানো যায়। এর জন্য নির্দিষ্ট কোনও পরিবেশ কিংবা আবহাওয়ার প্রয়োজন নেই। বাড়ির বাইরে কিংবা ভিতরেও গাছ স্থাপন করা যায়। যে কোনও পরিবেশ বা আবহাওয়ার সঙ্গে এই গাছ খাপ খাইয়ে নিতে পারে। গাছটির জন্য ন্যূনতম যত্নের প্রয়োজন। অল্প জল, উজ্জ্বল কিংবা কম সূর্যালোকেও ভালো থাকে স্নেকপ্ল্যান্ট।
প্রাকৃতিক হিউমিডিফায়ার
স্নেক প্ল্যান্ট একটি প্রাকৃতিক হিউমিডিফায়ার। শ্বাস-প্রশ্বাসের সময় গাছ জলীয়বাষ্প নির্গমণ করে। বায়ু পরিশোধনের গুণ থাকায় হাঁপানি রোগীদের পক্ষে এই গাছ উপকারী।
উৎপাদনশীলতা বাড়ায়
অন্দরসজ্জায় স্নেক প্ল্যান্টের উপস্থিতি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
কীটপতঙ্গকে আকর্ষণ করে না
অন্যান্য গাছপালার মতো স্নেক প্ল্যান্ট সাপ, কীটপতঙ্গকে আকর্ষণ করে না। ফলে ঘরে একটা ইতিবাচক পরিবেশ থাকে। অনেকে আবার স্নেক প্ল্যান্টকে সৌভাগ্যের প্রতীকও বলেন।
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025