আপনার মাথায় টাক পড়ার সমস্যা ! ঘরোয়া উপায়ে সমাধান করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনার মাথায় টাক পড়ার সমস্যা ! বর্তমান দিনে অনেকেই অল্প বয়সে মাথায় টাক পড়ার সমস্যায় ভুগে চলেছেন। এক্ষেত্রে কম বয়সী ছেলেদের মাথায় টাক তাড়াতাড়ি পড়ে। কিন্তু এর কারণ কি ? বেশি বয়স, কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার , খাওয়াতে অনিয়ম , গ্যাস অম্বল ও নানা দুশ্চিন্তার কারণে তারাতারি চুল পড়ে যায়। সে ক্ষেত্রে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট একেবারেই ব্যবহার না করে ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করুন।

সমাধানের উপায় —-

১. রোজ ব্যবহৃত নারকেল তেলের সাথে ঝিঙার গুঁড়ো মিশিয়ে একটু গরম করুন। তারপর ঠান্ডা করে টাক  মাথাতে ম্যাসাজ করুন।

২. মাথা আগে শ্যাম্পু করে নিন। তার পর অ্যালো ভেরা পাতার শাঁসটা বের করে নিন। তারপর মাথায় তা ভালো করে লাগান।

৩. সারা রাত মেথি ভালো করে ভিজিয়ে রাখুন। সকালে লেই তৈরী করে নিন। এটা সরাসরি চুলে লাগাতে পারেন প্যাকের মতো, দই-মধুর সঙ্গে মিশিয়েও লাগানো যায়।

৪. পেয়ারার পাতা ভালো করে বেটে জলের সাথে মিশিয়ে মাথার ভালো করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন।

৫. কাঁচা লাউ বেটে রস বের করে মাথাতে ভালো করে মালিশ করুন।

৬. আখরোট জলে ফুটিয়ে রস বের করে নিন। সেই রস দিয়ে মাথাতে ভালো করে মালিশ করুন।

৭. আমলকী গুঁড়ার সাথে আমের শুকনো আঁটির গুঁড়া মিশিয়ে জল দিন। তারপর মিশ্রণ তৈরি করে মাথাতে  লাগিয়ে ২০ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন।

এই ঘরোয়া উপায় মেনে চলুন আর সমাধান করুন টাক সমস্যার।

Highlights

1. আপনার মাথায় টাক পড়ার সমস্যা !

2. ঘরোয়া উপায় মেনে চলুন আর সমাধান করুন টাক সমস্যার

# টাক #Hair

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন