Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনার নতুন স্রোতে রক্ষা পাচ্ছে না সদ্যজাত থেকে শুরু করে ৫ বছরের ঊর্ধ্বের শিশুরা। ভয়ে কাঁটা হয়ে রয়েছেন মা বাবারা। কীভাবে বুঝবেন আপনার সন্তান করোনা আক্রান্ত ? হাসপাতালে ভর্তি না করে নিজেই কীভাবে যত্ন নিতে পারবেন ? জেনে নিন সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
কিছু লক্ষণ —-
কফ, গলা ধরে থাকা, সর্দি , ডায়েরিয়া, জ্বর জ্বর ভাব ,স্বাদের একটু গোলমাল।
মাঝারি অবস্থা — বেশি সময় ধরে ধূম জ্বর , শ্বাস-প্রশ্বাস বেড়ে যাওয়া , অক্সিজেন লেভেল ৯৪ , ডায়েরিয়া , খুবই ক্লান্ত হয়ে পড়ছে।
গুরুতর অবস্থা হলে — অক্সিজেন লেভেল ৯০, শ্বাস কষ্ট শুরু হয়ে যাওয়া , ক্লান্তিভাব চূড়ান্ত , ধূম জ্বর , বুক ধরফর করা
কিভাবে চিকিৎসা করবেন আপনার সন্তানকে
১. তবে প্রথমেই তাকে ১৭ – ২১ দিনের জন্য হোম আইসোলেশনে রাখুন।
২ তরল জাতীয় খাবারের সঙ্গে অন্যান্য খারার সময় করে নিয়মিত খাওয়াতে থাকুন। দিনে বেশ কিছুবার ORS খাওয়ান।
৩ . লক্ষ্য রাখুন তাঁর সার্বিক কাজকর্মে।
৪. ভিটামিন সি, ডি এবং জিঙ্ক দিতে পারেন, ওষুধ বা খাবার মারফত।
৫. প্যারাসিটামল দিতে থাকুন ৪ ঘণ্টা অন্তর।
৬. ডায়েরিয়ার জন্য Zinc+/- Probiotics খাওয়াতে পারেন ডায়েরিয়ার জন্য।
আরো পড়ুন :- করোনা কালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। দেখে নিন কি কি খাবেন
হাসপাতালেও দিতে পারেন বা বাড়িতেও রাখতে পারেন তবে অবশ্যই ডাক্তারি পরামর্শে। যদি আপনার সন্তান গুরুতর ও সংকটপূর্ণ হয়, তবে অবশ্যই হাসপাতালে ভর্তি করা উচিত। এরপর থেকেই ডাক্তরি পরামর্শে এগিয়ে যাওয়াই যথাযথ।
#COVID #HEALTH
সকলের কাছে অনুরোধ , সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন