আপনি কি ধূমপান করেন ? তাহলে আজ থেকে ছাড়ার চেষ্টা করুন , খুব জরুরি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- ক্ষনিকের সুখ কিন্তু ডেকে আনতে পারে বড় বিপদ । ধূমপান একটি ক্ষতিকারক জিনিস যা আমাদের শরীরে কোনো ভাবেই কোনো রকম ভালো কিছু করে না । আমরা প্রতিনিয়ত বিজ্ঞাপন , দেখছি জানি সব তাও “ও ঠিক আছে আমার কিছু হবে না” ।

এই মনো ভাবটা সত্যি আমাদের এবারে বদলানো দরকার । সারা পৃথিবীর ইতিহাস যদি ঘটে হয় তা হলে জানা যাবে যে ৮০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ধূমপানের কারণে। আর প্যাসিভ স্মোকিংয়ের কারণে প্রাণ গিয়েছে ১২ লক্ষ মানুষের।

ধূমপান একবারে প্রভাব না ফেললেও ধীরে ধীরে মানুষের শরীরে ক্ষতি করে চলে। ফলে ক্ষণিকের সুখ চিরস্থায়ী অসুখের চেহারা নেয়। অনেকটা টাইম বোমের মতো। ধীরে ধীরে সে বিস্ফোরণের দিকে এগিয়ে যায়। একসময় ফেটে যায়, যখন আর কিছুই করার থাকে না।

CK Birla Hospitals, CMRI–এর চিকিৎসক রঞ্জন দাস সতর্ক করে বলেছেন, ‘‌করোনা সংক্রমণের সময় ফুসফুস জনিত সমস্যাই প্রধান হয়েছে দাঁড়িয়েছে। আর তামাকজাত দ্রব্য সেই ফুসফুসেই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। মানুষের শরীরের অন্যতম প্রধান অঙ্গ হিসাবে ফুসফুসের ওপর এই প্রভাব বিস্তারের ফলে করোনা সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। লকডাউনের মধ্যে অনেকেই দীর্ঘক্ষণ ঘরে থাকা, একাকীত্ব ইত্যাদি কাটাতে ঘনঘন সিগারেট খাচ্ছেন। তাঁরা মনে মনে নিজেকে আশা দিচ্ছেন, লকডাইন উঠে গেলে অভ্যাস ত্যাগ করবেন। যদি ত্যাগ করতে হয়, তাহলে এখনই করা ভাল।’‌

Highlights

  1. ক্ষনিকের সুখ কিন্তু ডেকে আনতে পারে বড় বিপদ
  2. সারা পৃথিবীর ইতিহাস যদি ঘটে হয় তা হলে জানা যাবে যে ৮০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ধূমপানের কারণে
  3. ধূমপান একবারে প্রভাব না ফেললেও ধীরে ধীরে মানুষের শরীরে ক্ষতি করে চলে

#Stop Smoking     #Smoking Kills   #SaveLife    #No Smoking

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন