আপনি কি প্রায়ই জ্বরঠোসায় ভোগেন ? দেখুন ইহার প্রতিকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনি কি প্রায়ই জ্বরঠোসায় ভোগেন ? অনেকেই ভাবেন ভেতরে ভেতরে জ্বর হলে জ্বরঠোসা হয়। কিন্তু ঠান্ডা লাগলেও জ্বরঠোসা হতে পারে। তবে চিকিৎসকদের মতে ঠোঁটের কোণায় একগুচ্ছ ফুসকুড়ি কিংবা কোনও কারণে ঘা হলে তাকে বলে জ্বরঠোসা। চিকিৎসার ভাষায় ফিভার ব্লিস্টার।  ফুসকুড়ি ওঠার ২ থেকে ৩ দিনের মধ্যে ঘা হয়। ঘা হয়ে ব্যাথা হয়, অনেক সময় সেটার থেকেও রসও গড়ায়।

এক নজরে দেখুন ইহার প্রতিকার ——

১. যে জায়গায় ঘা হয়েছে সেটা নখ দিয়ে একদম খুঁটবন না। বরফ দিয়ে প্রেস করুন ও বরফ দিয়ে চেপে ধরলে ব্যথা কমবে।

২. লেবু বা ইহার রস তুলো দিয়ে ক্ষতস্থানে চেপে চেপে লাগাতে হবে। তাতে সেটা কমে যাবে।

৩. এই সমস্যা বেশি হলে রসুন বেশি করে খান। প্রতিদিন গরম ভাতে রসুন আর কাঁচালঙ্কা ভেজে খান। রসুনের কোয়া বেটে নিয়ে ক্ষতস্থানে লাগালেও ভালো ফল পাবেন।

আরো পড়ুন :- রোগ প্রতিরোধে ভিটামিন – D উপকারিতা জানুন

৪. স্নান করে বা মুখ ভালো করে ধুয়ে তুলোয় করে টি ট্রি অয়েল লাগান। ১৫ দিনেই অনেক উপকার পাবেন।

৫. ভিটামিনের অভাব হলেও কিন্তু জ্বরঠোসা হয়। আর তাই প্রতিদিন পাতে রাখুন লেবু, আমলার জুস যে কোনও একটা অবশ্যই খান। যদি প্রতিদিন অ্যাপেল সিডার ভিনিগার খেতে পারেন তাহলেও খুব ভালো।

তাই এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন ও সুস্থ থাকুন।

Highlights

1. আপনি কি প্রায়ই জ্বরঠোসায় ভোগেন ? 

2. তাই এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন ও সুস্থ থাকুন

#Fever #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন