Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনি কি ব্রণর সমস্যাতে ভুগছেন ? মুখে ব্রণ হওয়াটা খুবই একটা বড়ো সমস্যা। কিন্তু যখন এই সমস্যা বাড়তে থেকে তখন আপনার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। সকলের বয়ঃসন্ধির সময় তো বটেই তাছাড়া নানা বয়সে সমস্যা হতে পারে। মুখের লোমকূপের তলায় তৈল নিঃসরণ গ্রন্থি ও মৃত কোষের জন্য এই সমস্যা হয়। অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। কিন্তু তাতে ভালো ফল হয় না। কিন্তু কিছু ঘরোয়া উপাদান আছে যা দিয়ে অতি সহজে এই সমস্যার সমাধান করা যায়।
দেখুন এক নজরে —–
১. পরিষ্কার তুলায় করে পাতি লেবুর রস ব্রণের জায়গায় লাগিয়ে দিতে পারেন। লেবুর রসের সাথে দারুচিনির মিশ্রণ তৈরি করে শুতে যাওয়ার আগে ব্রণের ওপর লাগিয়ে রাখতে পারেন।
২. ২ বা ৩ কোয়া রসুন ২ টুকরো করে কেটে নিন। তারপর সেটি ব্রণের জায়গায় রস করে লাগান। ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন। দেখবেন উপকার পাবেন।
৩. মুখের অতিরিক্ত তেল টেনে নেওয়ায়র ক্ষমতা আছে টুথ পেস্টের। তৈলাক্ত ত্বকের কারণে যাদের মুখে ব্রণ বেরোয় তারা টুথপেস্ট ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে লাগান ব্রণের জায়গায়।
আরো পড়ুন :- এই পাতার রস খেলে সারা বছর নিরোগ থাকা যায় ! বিস্তারিত পড়ুন
৪. রোজ স্নানের আগে শসা থেঁতো করে মুখে লাগিয়ে রাখতে পারেন। তারপর ভালো করে ধুয়ে নিন।
৫. এছাড়াও চন্দন জল দিয়ে ঘষে লেই করে সেটি মুখে লাগাতে পারেন।
এই সকল উপায় মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. আপনি কি ব্রণর সমস্যাতে ভুগছেন ?
2. এই সকল উপায় মেনে চলুন আর ভালো থাকুন
#ব্রণ #Health