আপনি কি সঙ্গমের পরে প্রস্রাব করেন ? না হলে সাবধান হয়ে যান

By Bangla news dunia Desk

Published on:

Bangla NewsDunia , দীনেশ দেব :- সঙ্গমের ফলে যৌনাঙ্গে বাসা বাঁধতে পারে একাধিক রোগ ৷ অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকি এড়াতে যেমন সঙ্গমের সময়ে কন্ডোমের প্রয়োজন, তেমনই সঙ্গমের পর প্রস্রাব করার কথাও মাথায় রাখতে হবে ৷ এতে সংক্রমণের ঝুঁকি কমে ৷ তবে পুরুষদের তুলনায় মহিলারা এই পন্থায় বেশি উপকৃত হন। ছেলেদের শরীরে অনেক সময়ই এমন কিছু ব্যাকটেরিয়া এসে ভিড় জমায়, যা এক বার মেয়েদের শরীরে প্রবেশ করলেই ‘ইউটিআই’-র মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

আরো পড়ুন :- পড়ুয়ার সঙ্গে যৌনতায় মত্ত শিক্ষিকা, বরখাস্ত করা হলো

আরো পড়ুন :- খালি পেটে লিচু খেলে হতে পারে মৃত্যুও

#shortnews

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন