আপনি টনসিলের সমস্যায় ভুগছেন ? মুক্তি পান ঘরোয়া টোটকাতে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনি টনসিলের সমস্যায় ভুগছেন ? অনেকের ঋতু পরিবর্তনে সর্দি-কাশির সমস্যা লেগেই থাকে। এছাড়াও শীতকালে অনেকেই টনসিলের সনস্যায় ভোগেন। ঋতু পরিবর্তনে ঠান্ডা লাগলে টনসিলে সংক্রমণ হয়। তখন ঢোক গিলতে বা কথা বলতে অসুবিধা হয়, কাশতে কাশতে গলায় ব্যথা বেড়ে যায়। এই সমস্যাতে আপনি চিকিৎসকের কাছে গেলে অ্যান্টিবায়োটিক দেবে কিন্তু আপনি চাইলে মুক্তি পেতে পারেন ঘরোয়া টোটকাতে।

disease-the-common-cold-flu-medicine-health

এক নজরে দেখুন ——

১. আপনি চাইলে সারা বছর তুলসি পাতা আর মধু দিয়ে খেতে পারেন যা গলার জন্য খুবই উপকারী। টনসিলের সমস্যায় গরম জল দিয়ে মধু খেলেও উপকার হয়।

২. টনসিলের সমস্যার সব চেয়ে বড়ো সমাধান নুন জল দিয়ে গার্গল। এতে গলাতে ব্যাকটেরিয়া থাকলে তা মরে যায়। সেই সঙ্গে আপনার গলা পরিষ্কার হয়। আপনি এটি সারা বছর করতে পারেন।

৩.বেকিং সোডা টনসিলের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। তাই গরম জলে এক চিমটে বেকিং সোডা ফেলে সপ্তাহে ৩ দিন গার্গল করুন।

আরো পড়ুন :- শরীরে আঁচিল নিয়ে সমস্যা ? মুক্তি পান ঘরোয়া টোটকায়

৪. রসুন আর মধু একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। জানেন তো রসুন খুব ভালো অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে।

৫. এছাড়াও গরম জলে মেথি ফেলে ফুটিয়ে নিন তারপর ওর মধ্যে চা পাতা ফেলে দিন। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে ছেঁকে খেয়ে নিন। এটি পান করলে গলার সমস্যার সমাধান হয়।

তাই এই সকল ঘরোয়া টোটকাতে টনসিলের সমস্যায় মুক্তি পান।

Highlights

1. আপনি টনসিলের সমস্যায় ভুগছেন ?

2. ঘরোয়া টোটকাতে টনসিলের সমস্যায় মুক্তি পান

#Cold #Cough

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন