Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আয়ুষ্মান ভারত আভা কার্ড (Ayushman Bharat ABHA ID Card) সম্পর্কে আমরা এখনো সঠিক তথ্য মানে এই কার্ড কি বা সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানতে পারিনি। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (Ayushman Bharat Health Account) এর মাধ্যমে সরকারের তরফে ফ্রিতে মানুষদের চিকিৎসা করানো হয়ে থাকে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY) প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের অনেক সুবিধা দেওয়া হচ্ছে (Ayushman Bharat Digital Mission).
ABHA ID Card Download
কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য যে সকল জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, তার মধ্যে একটি অভিনব প্রকল্প হল আয়ুষ্মান ভারত প্রকল্প। দেশের নিম্ন ও দরিদ্র পরিবার গুলো যাদের পক্ষে চিকিৎসার খরচ ব্যয় করা সম্ভব পর নয়, তারা যাতে সুস্থ হয়ে বেচে থাকতে পারে তার জন্য বিনামূল্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেওয়া হয় আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে।
আভা কার্ড কি?
আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আয়ুষ্মান কার্ড দেওয়া হয় যেটি সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে আপনাকে 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুযোগ করে দেয়। সম্প্রতি আভা আইডি পদ্ধতি চালু করল কেন্দ্রীয় সরকার। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া হবে, আভা আইডি নম্বর কি, আভা আইডি কিভাবে ব্যবহার করবেন এছাড়া এটি কি সুযোগ সুবিধা দেবে। এই সমস্ত তথ্যই থাকছে এই প্রতিবেদনে।
আভা কার্ডের সুবিধা
আভা আইডির সম্পূর্ণ নাম হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। আভা আইডি হলো একটি ১৪ সংখ্যার ইউনিক নাম্বার। এই আভা আইডিতে একজন ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য ডিজিটাল আকারে সংরক্ষণ করা থাকবে। এই ডিটেলস এর মধ্যে থাকবে একজন ব্যক্তির মেডিকেল রিপোর্ট, রোগীর ইতিহাস, মেডিকেল রেকর্ড ইত্যাদি।আভা আইডি চালু করার প্রধান উদ্দেশ্য হলো, দেশের প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য একটি ডেটাবেসে রাখা।
হেলথ আইডি কার্ড
এর ফলে কোন ব্যক্তি, কোন ডাক্তারের কাছে গেলে তার রোগের ইতিহাস বা মেডিকেল রিপোর্ট খুব সহজে সেই ডেটাবেস থেকে পাওয়া যাবে। একজন রোগী যখন প্রথম ডাক্তারের কাছে যায়, তখন অনেক সময় তার নিজেরও মনে থাকে না মেডিকেল রিপোর্ট সম্পর্কে। এতে সেই রোগীর রোগ নির্ণয় করাটা অনেক সময় সমস্যার হয়ে দাড়ায়।
একজন রোগীর সমস্ত মেডিকেল রিপোর্ট যদি একটা ডেটাবেসে সংরক্ষণ করা থাকে, তাহলে একজন ডাক্তারের পক্ষে সেটি থেকে খুব সহজে রোগ সম্পর্কে সমস্ত তথ্য জানা হয়ে যাবে, এর ফলে রোগ নির্ণয় করা এবং চিকিৎসা করা খুব দ্রুতদার সাথে হবে। এর ফলে স্বাস্থ্য ব্যবস্থারও অনেকটা উন্নতি হবে, সেই সাথে দেশের জনগণও অনেক উপকৃত হবেন।
আপনার সব মেডিকেল রেকর্ড ডিজিটালে সংরক্ষিত থাকবে, যেটা বীমা সংস্থা (Insurance Company) ও স্বাস্থ্য সেবা প্রকল্পের (Free Health Service Scheme) সঙ্গে এটি যুক্ত থাকবে। সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলিতে আভা আইডি ব্যবহার করা যাবে। আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এবং অন্যান্য ট্রিটমেন্ট সেন্টারেও এই আভা আইডি ব্যবহার করা যাবে।
ABHA Card Online Apply
- আপনাকে সর্ব প্রথম আভা (ABHA)-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর “Create ABHA number” অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটিকে আইডেন্টি প্রুফ হিসাবে নির্বাচন করুন।
- আইডি নাম্বারটি দিয়ে OTP ভেরিফিকেশন করুন। এরপর আবেদন ফর্ম যেটা আসবে, তা সঠিক ভাবে পূরণ করুন। এরপর সাবমিট অপশনে ক্লিক করুন।
- এরপর ফর্মটি ডাউনলোড করে রেখে দিন।
- এখনো পর্যন্ত ABHA ID Card তৈরি করা বাধ্যতামূলক করা যদিও না হয়ে থাকে, তবে আর কিছু বছরের মধ্যে আভা আইডি তৈরি করা বাধ্যতামূলক করে দেওয়া হবে। এর ফলে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক উন্নতি ঘটবে, রোগীর রোগ নির্ণয় অনেকটা সহজ হয়ে যাবে, চিকিৎসা অনেকটাই তরান্বিত হবে, যার ফলে একজন রোগী খুব সহজেই খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবে।
- আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
আরো পড়ুন:- ‘দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের লড়াই, বিস্ফোরক দাবি যোগীর
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024