Bangla News Dunia , দীনেশ দেব :- এই তীব্র গরমে ডিওডরেন্ট বা পারফিউম বারবার ব্যবহার করেও ঘামের দুর্গন্ধের মোকাবিলা করা যাচ্ছে না ? তাহলে নারকেল তেল, টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, পিপারমিন্ট অয়েলের মধ্যে কোনও একটি অন্তত হাতের কাছে রাখতে পারেন। স্নান সেরে বেরিয়ে ঘাম বেশি হওয়া জায়গায় লাগিয়ে নিন তেল। এছাড়াও লেবুর রস, গ্রিন টিও ঘামের দুর্গন্ধ কমাতে সক্ষম। খালিপেটে মেথি বা মৌরির জল খেতে পারেন। তবে অবশই অত্যাধিক ঘাম হলে ডাক্তারের পরামর্শ নিন। কারণ অত্যাধিক ঘাম কোনো বড় রোগের লক্ষণও হতে পারে।
আরো পড়ুন :- টয়লেট গিয়ে হাত ধোন তো ? হতে পারে সংক্রমণ
” আমাদের কাছে আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা খবরকে বড় করার জন্য অযথা খবর না দিয়ে ,আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে জানান।”
আরো পড়ুন :- প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, একই সঙ্গে থানায় দুই স্বামী
আরো পড়ুন :- জামাইষষ্ঠীতে রেকর্ড সুরাপান !
আরো পড়ুন :- শিবলিঙ্গকে ‘প্রাইভেট পার্ট’ বললেন মৌলবী
আরো পড়ুন :- নাম পরিবর্তন করলো তুর্কি !
আরো পড়ুন :- যুদ্ধাস্ত্র পাঠালে জবাব দেওয়ার হুমকি পুতিনের !
#shortnews
এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন