এই পাতার রস খেলে সারা বছর নিরোগ থাকা যায় ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এই পাতার রস খেলে সারা বছর নিরোগ থাকা যায় ! বিশেষজ্ঞদের মতে ঔষধ গাছ হিসেবে তুলসীর রয়েছে বহু মুখী গুণ। তুলসী পাতার রস, বীজ সমানভাবে কার্যকরী। ফুসফুসের দুর্বলতা, চর্মরোগ, বক্ষবেদনা, বসন্ত, হাম, শ্বাসকষ্ট, কুষ্ঠ, আমাশয় ও কীটের দংশনে ঔষধি গুণ সম্পন্ন এ তুলসীগাছের জুড়ি নেই।

দেখুন নানা উপকারিতা —–

১. খাওয়াতে অনীহা, রুচি হারিয়ে ফেলেছেন। মুখে রুচি বাড়াতে সকালে খালিপেটে তুলসি পাতা চিবিয়ে খেয়ে নিন।

২. দ্রুত জ্বর সারিয়ে তোলতে তুলসী পাতার রস আর মধু মিলিয়ে পান করুন।

৩. জন্ডিস ও রক্তস্বল্পতা দূর করতে তুলসী গাছ সাহায্য নানা ভাবে সাহায্য করে।

৪. দীর্ঘ দিনের কাশি সারিয়ে নিতে তুলসী পাতা ও আদার রসের সঙ্গে মধু মিশিয়ে পান করুন।

৫. চোখের সমস্যায় ভুগছেন যারা তারা কয়েকটি তুলসী পাতা জলে ভিজিয়ে রাখুন সকাল বেলা সে জল দিয়ে চোখ ধুয়ে নিন।

৬. সাবান, তেল বা লোশনের পরিবর্তে দেহে তুলসীর রস ব্যবহার করলে দৈহিক সুস্থতা দ্রুত মিলে।

৭.  প্রতিদিন  সকালে ২ বা ৩টি করে তুলসীপাতা খালিপেটে চিবিয়ে খেয়ে নিন। পুরো বছর আপনি পাবেন নীরোগ শরীর।

৮. দাঁতের ব্যথা সারাতে, তুলসী পাতার রসের সাথে সামন্য কর্পূর মিশিয়ে তাতে তুলে ভিজিয়ে নিন। দাঁতের গোড়াতে রেখে দিন।

আরো পড়ুন :- সুস্থ থাকার চাবিকাঠি ভাতেই ! বিস্তারিত পড়ুন

৯. শারীরিক ও মানসিক অবসাদ দূর করে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করবে তুলসী পাতার রস।

তাই এই সকল উপায় মেনে চলুন আর ভালো থাকুন।

Highlights

1. এই পাতার রস খেলে সারা বছর নিরোগ থাকা যায় !

2. এই সকল উপায় মেনে চলুন আর ভালো থাকুন

#তুলসী #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন