এই ৬ স্পষ্ট লক্ষণই বলে দেবে আপনার সঙ্গীর বুদ্ধিমত্তার অভাব রয়েছে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত স্তরে, সঙ্গীর মধ্যে বুদ্ধিমত্তার অভাব থাকলে অসুবিধা হয়। প্রাথমিক ভাবে বুঝতে না পারলেও ধীরে ধীরে তা প্রকাশ পায়। বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিদের মতে, কম বুদ্ধিমান মানুষদের মধ্যে বেশ কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। পরিচিত কারও মধ্যে সেই সব বৈশিষ্ট্য দেখতে পেলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকুন।

সরল বিষয় বোঝার অক্ষমতা

সাধারণ সহজ সরল বিষয়গুলি বুঝতেও এঁদের অসুবিধা হয়। ফলে এঁদের সঙ্গে লোকজনের যোগাযোগ বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। প্রাথমিক কাজগুলি সারতে এঁরা হিমশিম খেয়ে যান। জটিল বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় সেগুলি এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে। ফলে ভুল সিদ্ধান্ত গ্রহণ কিংবা বিকাশের সুযোগ হাতছাড়া হয়ে যায়।

কৌতূহলের অভাব

যদি কেউ নতুন জিনিস শেখার আগ্রহ না দেখান, তা হলে বুঝবেন তাঁর মধ্যে বুদ্ধিমত্তার খানিকটা হলেও অভাব রয়েছে। নিজেদের জ্ঞান প্রসারণ এবং উন্নতিতে এঁদের বিশেষ আগ্রহ থাকেন না। কৌতূহল বুদ্ধির বিকাশকে উৎসাহিত করে।

ঘন ঘন ভুল করা

একই ভুল বার বার করা, বিশেষ করে যখন কোনও তথ্য সহজে পাওয়া সম্ভব জেনেও তার সঠিক ব্যবহার না করা, কম বুদ্ধিমত্তার পরিচয়। এঁদের মধ্যে আধুনিক পদ্ধতি ব্যবহারের পরিবর্তে সাবেকি নিয়মে অতি পরিশ্রমের মাধ্যমে কাজ করারও একটা প্রবণতা থাকে।

তথ্য গ্রহণে অস্বীকৃতি

ভুল প্রমাণিত হলেও এঁরা একগুঁয়ে ভাবে তথ্য প্রত্যাখ্যান করতে থাকেন। নতুন তথ্য, আধুনিক প্রযুক্তি ইত্যাদি ব্যবহারে এঁদের অনীহা থাকে যথেষ্ট। এই ধরণের আচরণ ব্যক্তিগত উন্নতি এবং শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। নিজেদের ভুল সংশোধন করতেও এঁরা চান না। উপরন্তু নতুন বা পরিবর্তিত দৃষ্টিভঙ্গীর সঙ্গে মানিয়ে নিতে বিরক্ত হন। শেখার পরিবর্তে কাজের প্রতি তাঁদের অনীহা তৈরি হয়।

সমস্যা সমাধানে অসুবিধা

পরিস্থিতির সমাধান খুঁজে বের করা বা সমালোচনামূলক ভাবে চিন্তার অভাব, এঁদের মধ্যে কমন। এই বৈশিষ্ট্য সৃজনশীলতা বা বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার অভাবের ইঙ্গিত। যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আত্মসচেতনতার অভাব

যে ব্যক্তি তাঁর দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলি বুঝতে পারেন না, তাঁরা সাধারণত অতিরিক্ত আত্মবিশ্বাসী হন। এর ফলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় এবং উন্নতি বা বিকাশের সুযোগও হাতছাড়া হয়।

আরও পড়ুন:- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন