Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- একই মাস্ক অনেকদিন ব্যবহার করছেন ? করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। তাই পরতে হবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং মেনে চলতে হবে শারীরিক দূরত্ববিধি। কিন্তু জানেন কি মাস্কের ভুল ব্যবহার ডেকে আনছে নয়া বিপদ। এইমসের চিকিৎসকের মতে, টানা ২ থেকে ৩ সপ্তাহ ধরে একই মাস্ক ব্যবহারের ফলে শরীরে বাসা বাঁধছে ব্ল্যাক ফাঙ্গাস।
এইমসের চিকিৎসক পি শরৎচন্দ্র হালের মতে, অপরিচ্ছন্নতার কারণে ছত্রাক জন্মায়। তাই মাস্ক একটানা ব্যবহার করলে তাতে জন্মাতে পারে ছত্রাক। অনায়াসে ছড়াতে পারে ব্ল্যাক ফাঙ্গাস। তাই প্রতিদিন ভাল করে মাস্ক সাবান দিয়ে ধুয়ে নেওয়া প্রয়োজন বলেই মত ওই চিকিৎসকের। অস্বাস্থ্যকর পরিবেশেই ব্ল্যাক ফাঙ্গাস জন্ম নিচ্ছে।
দীর্ঘদিন ধরে একই মাস্কের ব্যবহারের পাশাপাশি হাওয়া চলাচল করে না এমন ঘরে বসবাসের ফলেও থাবা বসাতে পারে ব্ল্যাক ফাঙ্গাস। এছাড়া যাঁরা অনিয়ন্ত্রিত স্টেরয়েড ব্যবহার করেন তাঁরাও এই ধরনের ছত্রাকের শিকার হতে পারেন বলেই মনে করছেন চিকিৎসকরা। কোভিড রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত স্টেরয়েডের ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। তথ্য অনুযায়ী, ৫-১০দিন টানা স্টেরয়েড নিলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে কয়েকগুণ।
” এই সংক্রান্ত আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “
তাই চিকিৎসকদের মতে, চোখে লালভাব, যন্ত্রণা, জ্বর, নাক দিয়ে কালো রংয়ের তরল কিংবা রক্ত বেরনো, মাথা যন্ত্রণা, সর্দি, কাশি, রক্তবমির মতো উপসর্গ দেখা দিলেই সাবধান হোন। তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নিন। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কোনও বিকল্প হতেই পারেনা।
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বিশ্ব দরবারে ভারতকে পৌঁছে দিতে মাস্টার প্ল্যান কেন্দ্রের !