একনজরে দেখে নিন কোভ্যাকসিন -এর প্রয়োগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, S. Datta Roy –    করোনা ভাইরাসের ১১ টি স্টেন বা প্রজাতি ভারতে আছে। এই স্টেন গুলি থেকেই ভারত বায়োটেক হায়দ্রাবাদের জিনোম ভ্যালিতে নিজস্ব ল্যাবরেটরিতে কোভ্যাকসিন তৈরী করেছে। প্রথমে ৩৭৫ জনকে ১২৫ জনের ৩ টি দলে বিভক্ত করা হবে। প্রতিটি দলের জন্য বরাদ্দ কোভ্যাকসিনের আলাদা আলাদা ৩ টি ব্যাচের ভয়াল থাকবে।

প্রতিটি দলের ১০০ জনকে কোভ্যাকসিন দেওয়া হবে আর বাকি ২৫ জনকে কন্ট্রোল হিসেবে জাপানি এনসেফেলাইটিসের ভ্যাকসিন দেওয়া হবে। কে কোন ভ্যাকসিন পাচ্ছে সেটা ৪:১ অনুপাতে কম্পিউটার ঠিক করে দেবে। কোভ্যাকসিন ও জেই ভ্যাকসিনের অনুপাত হবে ৪:১। এই অনুসারে প্রথমে ৫০ জনের ওপর প্রয়োগ করা হবে প্রতিষেধক। ২ য়  ডোজের ৭ দিনের মাথায় যদি তাদের সুরক্ষা সংক্রান্ত কোনো সমস্যা না হয় তাহলে ২ য়  পর্যায়ে আরও ৫০ জনের ওপর প্রয়োগ করা হবে এই প্রতিষেধক।

এইভাবে ১৫ বাড়ে ৭৫০ জনের ওপর প্রতিষেধক প্রয়োগ করা হবে। ১ম পর্যায়ে ১৮-৫৫ বছর বয়সী ৩৭৫ জনের ওপর এবং ২য় পর্যায়ে ১২-৬৫ বছর বয়সের ৭৫০ জনের ওপরে। ২য়  ডোজের ১৪ ও ২৮ দিনের মাথায় দেখা হবে যে করোনার বিরুদ্ধে শরীরে কতটা এন্টিবডি তৈরী হলো।

Highlights

১.  শরীরে কোভ্যাকসিন প্রয়োগের নিয়ম। 

২.  ভারত বায়োটেক হায়দ্রাবাদের জিনোম ভ্যালিতে নিজস্ব ল্যাবরেটরিতে কোভ্যাকসিন তৈরী করেছে।

করোনা ভাইরাস   #  কোভ্যাকসিন    #  এন্টিবডি 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন