কন্ডো*ম ব্যাবহারে আগ্রহী নয় দেশের যুব সমাজ ! বলছে সমীক্ষা

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia , অমিত রায় :- কন্ডো*ম ব্যাবহারে আগ্রহী নয় দেশের যুব সমাজ ! হ্যাঁ এমনটাই উঠে এসেছে একটি সমীক্ষায়। HI’V থেকে বাঁচার জন্য এই কন্ডো*ম আবিষ্কার হয়েছে। আর এর থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় সরকারও বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে সচেতন করে থাকেন যাতে করে যৌন মিলনের সময় মানুষ কন্ডো*ম ব্যবহার করে। তবে এই রিপোর্ট অনুযায়ী এখনো ভারতের যুব সমাজের উপর এই রকম বিজ্ঞাপনের কোনো প্রভাব পড়েনি।

property banner

দেশের ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৮০ শতাংশই বিভিন্ন সময় কন্ডো*ম ছাড়া যৌ’ন সম্পর্ক করেছেন। এতেই বোঝা যায় কন্ডো*মে সায় নেই দেশের তরুণ – তরুণীদের। শুধু পুরুষদের ক্ষেত্রে নয় মহিলাদের ক্ষেত্রেও একই ব্যাপার। কন্ডো*মে সায় নেই মহিলাদেরও। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এমনই বেশ কিছু তথ্য। এই সমীক্ষায় দাবি , বর্তমানে দেশের মোটামুটি অর্ধেক নাগরিকের বয়স ৩৫ বা তার নিচে। এই বিপুল সংখ্যক জন সংখ্যা এখনো কন্ডো*ম বিষয়ে অসচেতন।

আরো পড়ুন :- তারুণ্য ও যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত এই খাবার গুলো খান

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- চীনের আরব পতিদের পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনীর তালিকায় ভারত

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন