Bangla News Dunia , অমিত রায় :- কন্ডো*ম ব্যাবহারে আগ্রহী নয় দেশের যুব সমাজ ! হ্যাঁ এমনটাই উঠে এসেছে একটি সমীক্ষায়। HI’V থেকে বাঁচার জন্য এই কন্ডো*ম আবিষ্কার হয়েছে। আর এর থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় সরকারও বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে সচেতন করে থাকেন যাতে করে যৌন মিলনের সময় মানুষ কন্ডো*ম ব্যবহার করে। তবে এই রিপোর্ট অনুযায়ী এখনো ভারতের যুব সমাজের উপর এই রকম বিজ্ঞাপনের কোনো প্রভাব পড়েনি।
দেশের ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৮০ শতাংশই বিভিন্ন সময় কন্ডো*ম ছাড়া যৌ’ন সম্পর্ক করেছেন। এতেই বোঝা যায় কন্ডো*মে সায় নেই দেশের তরুণ – তরুণীদের। শুধু পুরুষদের ক্ষেত্রে নয় মহিলাদের ক্ষেত্রেও একই ব্যাপার। কন্ডো*মে সায় নেই মহিলাদেরও। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এমনই বেশ কিছু তথ্য। এই সমীক্ষায় দাবি , বর্তমানে দেশের মোটামুটি অর্ধেক নাগরিকের বয়স ৩৫ বা তার নিচে। এই বিপুল সংখ্যক জন সংখ্যা এখনো কন্ডো*ম বিষয়ে অসচেতন।
আরো পড়ুন :- তারুণ্য ও যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত এই খাবার গুলো খান
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- চীনের আরব পতিদের পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনীর তালিকায় ভারত