Bangla News Dunia , অমিত রায় :- করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বা নেবেন কিন্তু টিকা কি আপনার শরীরে কাজ করছে কি না , বুঝবেন কি করে ? চিকিৎসা বিশেষজ্ঞরা বলেছেন , টিকা নেবার পর যদি কোনো মানুষের শরীরে এই লক্ষণ গুলি থাকে তবে বুঝবেন যে টিকা সঠিক ভাবে কাজ করছে।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী আমেরিকার স্বাস্থ্যে বিষয়ক প্রধান উপদেষ্টা ডঃ ফাউচি জানিয়েছেন যে , টিকার ডোজ নেবার পর শরীরে ব্যাথা , শীত শীত ভাব , দুর্বলতা আসতে পারে। তবে এতে ঘাবড়ানোর কোনো আশঙ্কা নেই। এই উপসর্গ গুলি থাকলে বুঝবেন যে আপনার ইমিউন সিস্টেম কাজ করতে শুরু করে দিয়েছে।
আরো পড়ুন :- ‘জৈব অস্ত্র’ হিসাবে করোনা ভাইরাস তৈরি করেছে চীন ! সামনে আসলো বিস্ফোরক তথ্য
তিনি আরো বলেন ভারতের স্বদেশী কোভ্যাকসিন করোনা ভাইরাসের ৬১৭ টি ভ্যারিয়েন্ট এর সাথে লড়াই করতে সক্ষম। তিনি জানান যে ভারতের তৈরী কোভ্যাকসিন বিশ্বের অন্যতম সেরা ভ্যাকসিন।
তিনি বলেন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবার পর হাতের যেখানে টিকা দেওয়া হয়েছে সেখানে ব্যাথা অনুভব হতে পারে। শরীরে ক্লান্তি , শীত শীত ভাব , সর্দি – কাশি , জ্বর এর মত উপসর্গ দেখা দিতে পারে। এই সকল উপসর্গ দেখা দিলে বুঝবেন যে টিকা সঠিক ভাবে কাজ করছে। তিনি বলেন , আমি নিজেই যখন এই টিকা নিয়েছিলাম তখন আমি ব্যাথা অনুভব করেছি। এমনকি শীত শীত ভাব ও লেগেছে। তিনি বলেন করোনার টিকা নেবার পর ২৪ ঘন্টা বিশ্রাম করলে ভালো হয়। আর এরই সাথে তরল জাতীয় খাবার বেশি পরিমানে খাওয়া উচিত।
আরো পড়ুন :- করোনা থেকে মুক্তির জন্য ভারতকে দুটি বড় পরামর্শ দিলো আমেরিকার প্রধান স্বাস্থ্যে উপদেষ্টা ফাউচি
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- করোনার পরে আরো এক বিরাট বিপদ মানুষের মাথার উপরে !