করোনার প্রতিষেধক কবে বাজারে আসতে পারে দেখুন সেই নিয়ে হু -এর বক্তব্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   সারা বিশ্ব জুড়েই নিরন্তর গবেষণা চলছে করোনার টিকা আবিষ্কারের জন্য। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা বাজারে করোনার প্রতিষেধক আস্তে আরও কিছুটা সময় লাগবে। আগামী বছর শেষের আগেই করোনার  টিকা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করলেন হু -র মুখ্য বিজ্ঞানী ডাক্তার সৌম্যা স্বামীনাথন।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান -বিশ্বের নানা প্রান্তে কোভিদ  ১৯ -এর টিকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তাদের আশা আগামী বছর শেষ হওয়ার আগেই প্রস্তুত হয়ে যাবে। অন্তত ২০০ কোটি ডোজ টিকা হাতে আসবে।

হু প্রস্তাব করেছে -ঝুঁকিপ্রবণ মানুষের শরীরেই আগে টিকা দেওয়া দরকার। যারা বয়স্ক বা শ্বাস কষ্ট আছে বা সুগার আছে তাদের আগে টিকা দিতে হবে। কোবিদ ১৯ -এর কোনো টিকা আবিষ্কৃত হলে ওষুধ তৈরির কোম্পানিগুলি যাতে পেটেন্ট নিজেদের অধীনে না রাখে তার জন্যও হু আবেদন জানিয়েছে।

Highlights

১.  আগামী বছর শেষের আগেই করোনার  টিকা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করলেন হু। 

২.  অন্তত ২০০ কোটি ডোজ টিকা হাতে আসবে।

WHO   #  করোনার টিকা 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন