Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রাদুর্ভাবের সময় থেকেই করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এখনও পর্যন্ত চিন্তিত গবেষকরা। করোনা ভাইরাস এর চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে কাটাছেঁড়া। ভাইরাসটি বায়ুবাহিত নাকি নয়, এই নিয়েই তর্ক বিতর্ক বহুদিন থেকেই চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিজ্ঞানীদের মধ্যে। সম্প্রতি, ৩২টি দেশের ২৯৩ জন বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কে একটি খোলা চিঠি দিয়ে দাবি করেন যে, কেবলমাত্র ড্রপলেটস্ এর মাধ্যমেই নয়, বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস। এটা স্পষ্ট যে করোনা ভাইরাসের এই বিপুল সংক্রমণের অন্যতম মাধ্যম অবশ্যই বাতাস।
প্রথমদিকে বিজ্ঞানীদের দেওয়া এই তথ্যকে WHO না মানলেও, পরবর্তীকালে গবেষকদের সমস্ত তথ্য খতিয়ে দেখার পর তাদের ধারণাকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাতাসে ভেসে সংক্রমণ হতে পারে, এই সম্ভাবনাকে মাথায় রেখে নতুন গাইডলাইনও প্রকাশ করল WHO। নতুন এই নির্দেশিকাটিতে বলা হয়েছে –
১) ভিড় এড়িয়ে চলতে হবে এবং শারীরিক ও সামাজিক দূরত্বকে মানতে হবে।
২) বায়ু চলাচল করতে পারে এমন ঘরে থাকতে হবে।
৩) এসি ঘরে থাকা এড়িয়ে চলতে হবে।
৪) মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই তারা নিশ্চিতভাবে এটিকে বায়ুবাহিত রোগ বলে ঘোষণা করতে রাজি নন। আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানায় হু। তবে বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সংক্রমণ আটকাতে একমাত্র অস্ত্র মাস্ক। পাশাপাশি মেনে চলতে হবে ভালো করে হাত ধোওয়া, মুখের বিভিন্ন অংশ স্পর্শ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখা।
Highlights
1. করোনা কি সত্যিই বায়ুবাহিত
2. তাহলে বাঁচার উপায় কি
#Corona #Health