কারা করোনা টিকা নিতে পারবেন ? দেখুন এক নজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কারা করোনা টিকা নিতে পারবেন ? করোনা ভাইরাসের টিকা গ্রহণ করবেন কি না তা নিয়ে অনেকে দ্বিধা দ্বন্দ্বে পড়েছেন। যেমন ক্যানসার, ডায়াবেটিস, কিডনি, নিউরোলজিক্যাল ও লিভারের রোগীরা টিকা নিলে সমস্যা হয় কি না সেই নিয়ে আতঙ্কে আছেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, মুমূর্ষু কোনো রোগী বা খুব বেশি অ্যালার্জি আছে তারা ছাড়া সবাই করোনার টিকা নিতে পারবেন। তবে করোনা টিকা নেওয়া জরুরি বলে বিশেষজ্ঞরা জানান।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক,  কি নির্দেশ দেওয়া হয়েছে —-

১. ১৮ বছর বা তার উর্ধে ভ্যাকসিন দেওয়া যাবে। কারণ ১৮ বছরের কম বয়সিদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি।

Plasma Therapi

২. উলেখ্য করোনা টিকা ও অন্য কোন টিকার মাঝ খানের ব্যবধান কম পক্ষে ২ থেকে ৩ সপ্তাহের হতে হবে।

৩. করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে প্রথম বার যে ধরণের ডোজ দেওয়া হবে সেক্ষেত্রে ২য় বার ও সেই একই রকম ডোজ দিতে হবে।

৪. গর্ভবতী বা সদ্য প্রসূতি মায়েরা যারা সন্তানদের স্তন পান করাচ্ছেন তাদের এই টিকা দেওয়া যাবে না।

৫. করোণায় আক্রান্ত কোনো ব্যাক্তি নেগেটিভ হওয়ার পর তাকে অন্তত ৪ থেকে ৮ সপ্তাহের পর টিকাদেওয়া যাবে।

আরো পড়ুন :- এই একটি ফুল বাড়িয়ে তুলবে আপনার যৌন ক্ষমতা

৬. যেসকল ব্যাক্তির অ্যালার্জির রোগ আছে, তাদের এই টিকা দেওয়া যাবে না।

৭. যেসব ব্যাক্তির কো-মর্বিডিটি আছে,তাদের এই ভ্যাকসিন দেওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তাই সব কিছুর আগে একবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

Highlights

1. কারা করোনা টিকা নিতে পারবেন ?

2. সব কিছুর আগে একবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিন

#Corona #Vaccine

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন