Bangla News Dunia , দীনেশ দেব :- সাম্প্রতিক কালে দৈনন্দিন জীবনে হার্ট অ্যাটাক খুব ‘কমন’। বর্তমানে বেশকিছু ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হার্ট অ্যাটাকের কোনও বয়স হয় না। যে কোনও বয়সেই অতর্কিত হানা দিতে পারে হার্ট অ্যাটাক৷ তবে এমনটাও নয় যে, পাকাপাকিভাবে হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার আগে তা কোনও ‘সংকেত’ দেয় না৷ মোটামুটি ‘এক মাস’ আগে থেকে ছোট ছোট বেশকিছু ‘অস্বস্তি’ জানান দেয় যে এবার হৃদযন্ত্র বড় কোনও বেগ দিতে চলেছে আপনাকে৷ তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়াটা জরুরি৷ বিশেষ করে যাদের ‘উচ্চ রক্তচাপ’ রয়েছে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। চলুন দেখে নি হার্ট অ্যাটাকের লক্ষণগুলি ঠিক কি কি৷
আরো পড়ুন :- জামাইষষ্ঠীতে রেকর্ড সুরাপান !
যদি দেখেন স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তা হলে বুঝবেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। শ্বাস নিতে কোনওরকম কষ্ট হলে কিংবা দম আটকে এলে, অবিলম্বে চিকিৎসকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে হবে৷ মাঝে মধ্যে বুকে হালকা ব্যাথা অনুভব করলে ডাক্তার দেখান।
অনেক সময় অনেকের অতিরিক্ত ঘাম হয়৷ এটিও কিন্তু ভালো সংকেত নয়৷ অল্প কাজ করেই যদি একটুতেই হাঁপিয়ে যান ঘন ঘন ঘামতে থাকেন, সেটিও বেশ চিন্তার বিষয়। শরীরে রক্ত চলাচল ঠিকঠাক না হলে, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ ঠিক মতো হয় না। এতেই মানুষ অল্প কাজ করলেই বেশি হাঁপিয়ে যেতে পারেন। আবার অনেক সময় মাঝ রাতে ঘুম ভেঙে গিয়ে যদি ঘাম হয় সেটিও হার্ট অ্যাটাকের স্পষ্ট ইঙ্গিত। তাই এই ধরণের কোনও রকম সমস্যা যদি আগের থেকে টের পান, দেরি না করে ডাক্তারকে ‘কনসাল্ট’ করুন ৷
আরো পড়ুন :- নাম পরিবর্তন করলো তুর্কি !
আরো পড়ুন :- শিবলিঙ্গকে ‘প্রাইভেট পার্ট’ বললেন মৌলবী
আরো পড়ুন :- যুদ্ধাস্ত্র পাঠালে জবাব দেওয়ার হুমকি পুতিনের !
এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন