কোভিডে নতুন দিশা ব্রিটিশ বিজ্ঞানীদের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – কোভিড-১৯-এ গুরুতর অসুস্থদের চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছে একদল ব্রিটিশ বিজ্ঞানী। ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট, কিং’স কলেজ লন্ডন এবং গাই’জ ও সেন্ট টমাস হাসপাতালের বিজ্ঞানী ও চিকিৎসকেরা যৌথভাবে পরীক্ষা করে পেয়েছেন যে নোভেল করোনাভাইরাসের সংক্রমণে যেসব ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়ছে তাঁদের শরীরে টি-সেলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে । এই টি-সেল হলো এমন বিশেষ কোষ যা মানবদেহকে সংক্রমণ থেকে রক্ষা করে । চিকিৎসকদের মতে ‘ইন্টারলিউকিন-৭’ নামে একটি ওষুধ শরীরের টি-সেল বাড়াতে সাহায্য করে। কোভিড-১৯-এ যে সব ব্যক্তিরা গুরুতরভাবে অসুস্থ তাদের উপরে এই ওষুধটির প্রয়োগ করে দেখা হবে যে এটি টি-সেলের সংখ্যা সংখ্যা বাড়িয়ে করোনা নিরাময়ে সক্ষম কিনা। এই গবেষনার নেতৃত্বে আছেন হাসপাতাল দু’টির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক  মনুশঙ্কর হরি।

কোভিডে নতুন দিশা ব্রিটিশ বিজ্ঞানীদের

ক্রিক ইনস্টিটিউটের অধ্যাপক আড্রিয়ান হেডে সংবাদমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন যে বলছেন, ‘‘ কোভিড-১৯-এ গুরুতর আক্রান্তদের শরীরে টি-সেলগুলির সংখ্যা নাটকীয় ভাবে কমে যাচ্ছে। এক জন সুস্থ ব্যক্তির ১ মাইক্রোলিটার (০.০০১ মিলিলিটার) রক্তে ২০০০ থেকে ৪০০০ টি-সেল থাকে। আর কোভিড-আক্রান্তদের অনেকের ক্ষেত্রে তা ২০০ থেকে ১২০০-তে নেমে যাচ্ছে।”

জেনে নেওয়া যাক কি এই টি সেল

জীবাণু মোকাবিলার জন্য রক্তে উপস্থিত লিম্ফনোড, টনসিল, প্লিহা দিয়ে তৈরি হওয়া শ্বেত রক্তকণিকাগুলি শরীরে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। এগুলিকে বলে লিম্ফোসাইট। টি-সেল হলো এমনি এক ধরনের লিম্ফোসাইট। গলার থাইমাস গ্রন্থিতে এটি তৈরি হয় ক্রিক ইনস্টিটিউটের অধ্যাপক আড্রিয়ান হেডের বক্তব্য অনুযায়ী কোভিড রোগীদের দেহে এই টি-সেল কমে যাওয়ার কারণ এখনও স্পষ্ট নয় বিজ্ঞানীদের কাছে । তাই এটা নিয়ে গবেষণা প্রয়োজন। তবে টি-সেলের সংখ্যা যে কমছে, এই তথ্যটিই বর্তমানে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এখনো পর্যন্ত ইন্টারলিউকিন-৭ ওষুধটি অল্প সংখ্যক সেপসিস রোগীর উপরে পরীক্ষা করা হয়েছে। এবং নিরাপদে তাদের শরীরে এই বিশেষ কোষগুলির সংখ্যা বাড়ানো গিয়েছে। ওষুধটি দিয়ে কোভিড-১৯ আক্রান্তদের ক্ষেত্রেও সে কাজটা করা যায় কি না, সেটা এখন পরীক্ষাসাপেক্ষ । ক্রিটিক্যাল কেয়ারে তিন দিনের বেশি রয়েছেন, শুধু এমন রোগীদের উপরেই এই পরীক্ষা করা হবে। চিকিৎসক  মনুশঙ্কর আশা করছেন যে এই টি সেলের সংখ্যা বৃদ্ধি পেলে নোভেল করোনাভাইরাসের সংক্রমণও বিদায় নেবে। এই নতুন পন্থায় সাফল্য আসলে ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসকদের কাছে সেটা হবে, সবচেয়ে উৎসাহের বিষয়।

Highlights

  1. কোভিডে নতুন দিশা ব্রিটিশ বিজ্ঞানীদের
  2. টি সেল বাড়ানোর প্ৰচেষ্টা চলছে
  3. এতে করে করোনা নির্মূল সম্ভবনা দেখছেন বিজ্ঞানীরা

# করোনা । # ব্রিটেন । # টি-সেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন