কোমল ত্বকের রহস্য লুকিয়ে এই ফেসপ্যাকে, মেখে দেখুন আজই

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

tulsi face pack

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শীতকালে চামড়ায় টান ধরা নতুন বিষয় নয়। সমস্যা হলো, ময়েশ্চারাইজ়ার মাখার পরও শুষ্ক ত্বকের সমস্যা কমে না। একদিন ক্রিম না মাখলেই চামড়ায় খড়ি ফুটে ওঠে। এমন সমস্যায় যাতে আর না পড়তে হয়, সাহায্য নিন প্রাকৃতিক উপাদানের। ঘরোয়া টোটকায় শুষ্ক ত্বকের সমস্যা এড়ানো সম্ভব। এগুলো ত্বককে পুষ্টি জোগায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

ওটস ও মধুর ফেসপ্যাক

১ চামচ ওটমিলের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ত্বকের মেখে ১৫-২০ মিনিট বসে থাকুন। এর পর হাল্কা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে নিন। এটি মরা কোষ পরিষ্কার করে দেবে এবং ত্বকের জেল্লা বাড়াবে। এটি এমন একটা ফেসপ্যাক, যা শুষ্ক ও সংবেদনশীল ত্বকের উপর দুর্দান্ত কাজ করে।

টক দই ও হলুদ ফেসপ্যাক

টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করে। অন্যদিকে, হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ ত্বকের প্রদাহ ও সংক্রমণ কমায়। ১ চামচ টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মেখে নিন। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক ত্বককে সতেজ করে তোলে এবং ত্বককে ময়েশ্চারাইজ়ড রাখে।

আরও পড়ুন:– সুখবর! চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে! কারা ও কিভাবে টাকা পাবেন? জেনে নিন

নারকেল তেল

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে দু’ফোঁটা নারকেল তেল নিয়ে মুখে মালিশ করুন। নাইট ক্রিম ব্যবহারের বদলে নারকেল তেল মাখলে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। পাশাপাশি এই নিয়ম মানলে চট করে মুখ বলিরেখা পড়বে না।

কলা ও দুধের ফেসপ্যাক

কলার মধ্যে পটাশিয়াম ও ভিটামিন ই রয়েছে, যা ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। দুধও ত্বকের জন্য উপকারী। অর্ধেক পাকা কলা ম্যাশ করে নিন। এতে ২ চামচ দুধ মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট অপেক্ষা করুন। এর পর হাল্কা হাতে ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বককে নরম ও কোমল করে তুলবে।

আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন