ক্রনিক মর্বিডিটি’ জটিল হচ্ছে করোনায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: –  কোভিড-১৯ পরিস্থিতিতে জটিল আকার ধারণ করছে ক্রনিক মর্বিডিটি।  ত্রিশের কোঠায়  পৌঁছনোর আগেই অনেকে ক্রনিক রোগের শিকার হয়ে পড়েছেন। বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে রোগের সংখ্যাও।  রাষ্ট্রপুঞ্জের ইকনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এর তরফে প্রকাশিত গবেষণাপত্রে তথ্য অনুযায়ী ৫৫ বছর বয়সের আগেই কর্মরত জনসংখ্যার একটা  বড় অংশ হৃদযন্ত্রের অসুখ সহ একাধিক রোগে আক্রান্ত হয়। কর্মক্ষম জনতার বড় অংশের করোনায় ‘কো-মর্বিডিটি’-র শিকার হওয়ার ঘটনা বেশ উদ্বেগজনক বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। সার্স-কোভ-২ সংক্রমণ দেশের কর্মরত জনসংখ্যার (৩০-৬৫) মৃত্যুহারে  গভীর প্রভাব ফেলেছে  সাম্প্রতিক সময়ের একাধিক সমীক্ষায় বারংবার তা উঠে এসেছে। দেশের কর্মরত জনসংখ্যা কি হারে   ক্রনিক রোগে আক্রান্ত হচ্ছে তারই প্রতিফলন পাওয়া গিয়েছিল এইসব সমীক্ষায়।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেস-এর ‘ডেভেলপমেন্ট স্টাডিজ়’ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর অপরাজিতা চট্টোপাধ্যায় অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কর্মরত জনসংখ্যার মৃত্যুর কারণ হিসেবে ক্রনিক মর্বিডিটিকে দায়ী করেছেন। কারণ ত্রিশের কোঠায় যেসব কর্মজীবী মানুষ  আছেন তাদের এই বয়স থেকেই ক্রনিক অসুখ শুরু হয়ে যায়। তবে এই বিষয়ে কার্ডিয়োথোরাসিক চিকিৎসক কুণাল সরকারের ভিন্ন অভিমত। তিনি জানিয়েছেন যে কোনও দেশের কর্মক্ষম জনসংখ্যার মধ্যে  আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেশি হলে তা যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে বিরূপ প্রভাব ফেলবে।  বিশেষজ্ঞদের মতে, কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে জীবিকার জন্য মূলত কর্মক্ষম জনতাই এখন রাস্তায় বেরোচ্ছেন। সংক্রমণের কারণে রাস্তায়  বয়স্ক ও শিশুর সংখ্যা একেবারেই কমে গিয়েছে।

‘ইন্ডিয়ান ভাইরোলজি সোসাইটি’-র প্রেসিডেন্ট তথা ‘ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি’-র এমেরিটাস বিজ্ঞানী অনুপম বর্মার মতে কর্মরত মানুষদের  কাজে না বেরিয়ে কোনো উপায় নেই আর সেই কারণে তাদের সংক্রমিত  আশংকা অন্যানদের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।  ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের ম্যাক্রোইকনমিক্সের অধ্যাপক পরন্তপ বসু বলছেন দূরত্ব-বিধি মানার সঙ্গে অর্থনৈতিক অসাম্যের বিষয়টি ওতপ্রোত ভাবে জড়িত।  কারণ  নিম্ন মধ্যবিত্তদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। তাই সবাই স্যানিটাইজার ,মাস্কের উপরে ভিত্তি করেই করোনা বিরুদ্ধে যুদ্ধ করার পরামর্শ দিচ্ছেন।

Highlights

১. ক্রনিক মর্বিডিটি’ জটিলতা বাড়াচ্ছে করোনায়।

২. করোনায় মৃত্যুর অন্যতম কারণ হিসেবে একে দায়ী করা হচ্ছে।

#Corona | #Cronic 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন