ক্রমশই বাড়ছে অজানা জ্বরে আক্রান্ত , দেখুন কি কি করণীয় ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : রাজ্যে ক্রমশই বাড়ছে অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা। ঘটছে একাধিক শিশুর প্রাণহানিও। এই পরিস্থিতিতে আপনার বাড়ির সব থেকে ছোট সদস্যের জ্বরে ভুগলে কী করবেন ? সেই সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

নবজাতক থেকে শুরু করে ১৬ বছর বয়সি শিশুদের অভিভাবকদের বিশেষ সতর্কতা নিতে হবে। আপনার শিশুর কী কী উপসর্গ দেখা দিলে সাবধান হবেন, সে বিষয়ে চলুন আগে জেনে নেওয়া যাক।

avilo home

বিশেষজ্ঞরা বলছেন শিশুর জ্বর , কাশি , ডায়েরিয়া , বমি এছাড়াও হাত-পায়ে ব্যথা আর
শ্বাসকষ্ট হলে একদম দেরি নয়। অনেক শিশু নির্ধারিত সময়ের আগেই জন্মেছে, যাদের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে, স্নায়ুরোগ এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের জন্য অতিরিক্ত সতর্কতা নিতে হবে।

অভিভাবকদের জন্য করণীয় বিষয় –

শিশুদের জ্বর আসলে তাপমাত্রা দেখুন। বাড়িতে পালস অক্সিমিটার রাখুন। দিনে ৫ বার শিশুর রক্তে অক্সিজেন কতটা রয়েছে দেখুন। দিনে ৫ বারের কম প্রস্রাব করছেন কিনা খেয়াল রাখুন। আর অবশ্যই শিশুকে সুষম খাদ্য দিন। বেশি করে জল পান করান।

জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। জ্বরে আক্রান্ত শিশুদের হিমোগ্রাম, সিআরপি, করোনা , ম্যালেরিয়া, ডেঙ্গু, স্ক্রাব টাইফাস, চেষ্ট এক্স রে, রেসপিরেটরি ভাইরাল প্যানেলের মতো পরীক্ষা করাতে হবে। সতর্ক থাকুন আর সুস্থ থাকুন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি : মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। টিকা নিন আর সুস্থ থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন