খালি পেটে লিচু খেলে হতে পারে মৃত্যুও

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- লিচু গরমকালের একটি অতি সুস্বাদু ফল। এর অনেক উপকারিতাও রয়েছে। এটি টিউমার সারিয়ে তুলতে সক্ষম৷ কিন্তু খালি পেটে বেশি পরিমানে লিচু খেয়ে নিলে হতে পারে মৃত্যুও। এমন ঘটনা একাধিকবার ঘটেছে এবং তা সামনেও এসেছে। যেমন, ২০১২ সালে বাংলাদেশের দিনাজপুরে লিচু খেয়ে মারা গিয়েছিল প্রায় ১৪ জন শিশু।

আরো পড়ুন :- কিছুটা স্বস্তি : একধাক্কায় অনেকটাই পেট্রোল-ডিজেলের দাম কমালো মোদি সরকার

এর কয়েক বছর পর ভারতের বিহারে লিচু খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে প্রায় ৩৯০ জন শিশু। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে তার মধ্যে মারা যায় প্রায় ১২২ জন শিশু। তবে লিচুতে পর্যাপ্ত পরিমানে থাকে ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন প্রভৃতি। যা আমাদের শরীরের পক্ষে উপকার।

 

avilo construction

কিন্তু সঠিক নিয়মে লিচু না খেলে হতে পারে চরম বিপদ৷ ২০১৭ সালে আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান পত্রিকা ‘ল্যানসেট’ থেকে জানা যায়, খালি পেটে বিশেষ করে শিশুরা যদি লিচু খায় তাহলে তাদের শরীরে বিষক্রিয়া হতে পারে৷ কারণ লিচুতে রয়েছে হাইপোগ্লাইসিন নামক একটি রাসায়নিক৷ খালি পেটে এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে খুব দ্রুত শরীরে শর্করা তৈরির পরিমাণ কমে যায়৷

স্বাভাবিকভাবেই তখন শরীরে দেখা দেয় খিঁচুনি, বমি তারপর অজ্ঞান হয়ে যাওয়ার মত উপসর্গ। ফলে দ্রুত মৃত্যু ঘটে। তবে অসুস্থতা, বয়স এবং সময় বিবেচনা করে পরিমিত পরিমাণে লিচু খেলে তা উপকারই করবে।

আরো পড়ুন :- কয়েক হাজার কোটির দুর্নীতির অভিযোগে দেশজুড়ে অভিযান শুরু CBI -এর

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন